নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উদয়ন স্কুল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ। তিনি বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার–প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের কর্মীরা সেখানে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের ভোগান্তি হচ্ছে। নির্বাচন কমিশন বিষয়টি জানলেও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ফরহাদ বলেন, ‘আমরা যদি দেখাতে পারি যে অন্যায় প্রতিরোধ করে, স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা যায়, তাহলে বাংলাদেশও সেই গণতান্ত্রিক চর্চার পথে এগোবে। প্রশাসন বা কোনো পক্ষ যদি অপচেষ্টা চালায়, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে তা ব্যর্থ হবে।’
এদিকে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’ টিএসসি ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের আবিদুল ইসলাম এ কথা বলেন।
অন্যদিকে, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান অভিযোগ করেছেন, তাঁদের বৈধ এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আজ সকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে ছাত্রদলের পাঁচজন এজেন্টকে আগে ঢুকতে দেওয়া হলেও তাঁর প্যানেলের বৈধ কার্ডধারী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।’
মারজান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে অনুমোদিত তালিকা দিয়েও আমাদের এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উদয়ন স্কুল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরহাদ। তিনি বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার–প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের কর্মীরা সেখানে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের ভোগান্তি হচ্ছে। নির্বাচন কমিশন বিষয়টি জানলেও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ফরহাদ বলেন, ‘আমরা যদি দেখাতে পারি যে অন্যায় প্রতিরোধ করে, স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা যায়, তাহলে বাংলাদেশও সেই গণতান্ত্রিক চর্চার পথে এগোবে। প্রশাসন বা কোনো পক্ষ যদি অপচেষ্টা চালায়, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে তা ব্যর্থ হবে।’
এদিকে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’ টিএসসি ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের আবিদুল ইসলাম এ কথা বলেন।
অন্যদিকে, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান অভিযোগ করেছেন, তাঁদের বৈধ এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আজ সকালে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে ছাত্রদলের পাঁচজন এজেন্টকে আগে ঢুকতে দেওয়া হলেও তাঁর প্যানেলের বৈধ কার্ডধারী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।’
মারজান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে অনুমোদিত তালিকা দিয়েও আমাদের এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না।’

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৪ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে