Ajker Patrika

কুইন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টন শহরের কুইন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ‘কুইন্স বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী ছাড়াও নেপাল, ভারত, ইরান, ঘানা এবং কানাডার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীরা একটি চিত্রকর্ম প্রদর্শন করে।

পৃথিবীর চিহ্নিত ৮ হাজার ৩২৪টি ভাষার মধ্যে ৭ হাজারটির প্রচলন রয়েছে এবং অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। তাই ২৫তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আহ্বান জানানো হয়, প্রতিটি মাতৃভাষা সংরক্ষণ করতে হবে এবং ভাষাকে শিক্ষা ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন রাকিব জাহান। দিবসটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন কুইন্স ইউনিভার্সিটির ভাইস প্রভোস্ট ও গ্র্যাজুয়েট স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. ফাহিম কাদির। অনুষ্ঠানে কিংস্টন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর কনি গ্লেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মকর্তারা অংশ নেন।

সমাপনী বক্তব্যে জেরীন তাসনীম ফারিন অতিথিদের ধন্যবাদ জানান। পরে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত