ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট বহাল রাখার পক্ষে মত দিয়েছে ডিনস কমিটি। আজ বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনার পর সিদ্ধান্ত আসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানা যাবে একাডেমিক কাউন্সিল থেকে। এমনটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ।
আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পরিচালিত ডিনস কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ‘ঘ’ ইউনিট বাতিল হলে নতুন নীতিমালা কেমন হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এবং অনেক শিক্ষার্থী এরই মধ্যে ‘ঘ’ ইউনিটের জন্য প্রস্তুতি শুরু করায় এ বছর ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে প্রস্তাব দেন উপাচার্যও।
আব্দুস ছামাদ বলেন, ডিনস কমিটির সভায় সবার সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অনেক শিক্ষার্থী এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। মাঝপথে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেন। এ সকল বিষয় বিবেচনা করে সবার সম্মতিতে ‘ঘ’ ইউনিট বহাল রাখতে মত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সুপারিশ প্রণীত হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বছরের জন্য ‘ঘ’ ইউনিট বহাল রাখার পক্ষে মত দিয়েছে ডিনস কমিটি। আজ বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনার পর সিদ্ধান্ত আসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানা যাবে একাডেমিক কাউন্সিল থেকে। এমনটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস ছামাদ।
আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পরিচালিত ডিনস কমিটির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ‘ঘ’ ইউনিট বাতিল হলে নতুন নীতিমালা কেমন হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এবং অনেক শিক্ষার্থী এরই মধ্যে ‘ঘ’ ইউনিটের জন্য প্রস্তুতি শুরু করায় এ বছর ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে প্রস্তাব দেন উপাচার্যও।
আব্দুস ছামাদ বলেন, ডিনস কমিটির সভায় সবার সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বহাল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। অনেক শিক্ষার্থী এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। মাঝপথে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেন। এ সকল বিষয় বিবেচনা করে সবার সম্মতিতে ‘ঘ’ ইউনিট বহাল রাখতে মত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সুপারিশ প্রণীত হয়েছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই ভোট গ্রহণ সাত দিন পেছানো হলো।
২ দিন আগে
রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর উপাচার্যের ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ উত্তাল পরিস্থিতির মাঝে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
২ দিন আগে