আজকের পত্রিকা ডেস্ক

আগামী বছর ফের পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রায় দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি এসএসসি এবং জুনের শেষ দিকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো পাঠদান হয়নি। ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই কারণে চলতি বছরের চেয়ে আগামী বছর অন্তত দুই মাস পরীক্ষা পেছানো হতে পারে।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এরপর গত বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে।
জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, সাধারণত এসএসসির পরীক্ষার দুই মাস পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

আগামী বছর ফের পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রায় দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি এসএসসি এবং জুনের শেষ দিকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো পাঠদান হয়নি। ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই কারণে চলতি বছরের চেয়ে আগামী বছর অন্তত দুই মাস পরীক্ষা পেছানো হতে পারে।
সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এরপর গত বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে।
জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, সাধারণত এসএসসির পরীক্ষার দুই মাস পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে ভোট শেষে শুরু হয় গণনা। আজ বুধবার ফলাফল জানা যেতে পারে।
৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা স্থগিত রয়েছে।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।
৮ ঘণ্টা আগে