Ajker Patrika

২৪ মে খুলছে না বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি
২৪ মে খুলছে না বিশ্ববিদ্যালয়

ঢাকা: লকডাউন বাড়ানোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে প্রায় ১৪ মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৭ মে আবাসিক হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। সে ঘোষণা থেকে সরে এসে ছুটি আরেক দফায় বাড়ানো হলো।

উল্লেখ্য, চলমান লকডাউন আগামী ২৩ মে পর্যন্ত বা‌ড়ি‌য়ে আজ প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে সরকার। আগের শর্ত ও বি‌ধি‌নি‌ষেধগু‌লো ঠিক রে‌খে আজ মধ্যরাত থে‌কে ২৩ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ি‌য়ে আদেশ জা‌রি ক‌রে‌ছে ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ। সবকিছু খোলা থাকলেও বন্ধ থাকছে গণপরিবহন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত