Ajker Patrika

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে টিকা পাচ্ছেন সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

প্রতিনিধি, জাককানইবি
আপডেট : ১১ জুলাই ২০২১, ১২: ১০
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে টিকা পাচ্ছেন সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯–এর টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা পাবেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগে তালিকাভুক্ত শিক্ষার্থীরা ১০ জুলাই থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশে অবস্থানকারী শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ এলাকার পছন্দ দিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। 

জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রথম দফায় টিকা পাচ্ছেন সাড়ে তিন হাজার।

‘বাকিরা কবে নাগাদ টিকা পাবেন?’ এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির জানান, সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক/অনাবাসিক মিলিয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী টিকার জন্য তথ্য দিতে পারবে। কিছুদিন আগে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগে তথ্য দিতে বলা হয়েছিল। সে সময় বিভাগগুলো ও শিক্ষার্থীদের নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি। 

তিনি আরও জানান, এখন যেহেতু টিকা আসতে শুরু করেছে, সেহেতু সংকট হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ