জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় না খুললে ১ অক্টোবরের মধ্যে আবাসিক হলে ওঠার হুঁশিয়ারি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে’ অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এ মন্তব্য করেন বিক্ষুব্ধ ছাত্ররা।
সরেজমিনে জানা যায়, মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। মশাল মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেপ্টেম্বরের ১৫ তারিখে ১৫ দিনের সময় দেওয়া হয়। অথচ প্রশাসন ব্যর্থ হয়ে আবারও ১৫ দিনের সময় চাচ্ছে। এটি ছাত্রদের হতাশ করেছে। কারণ এই প্রশাসন দুই ঘণ্টার নোটিশে হল ভ্যাকেন্টের সামর্থ্য দেখালেও হল খুলতে গড়িমসি করছে।
জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, হল খোলার ব্যাপারে প্রশাসনের গড়িমসি নিন্দনীয়। প্রশাসনের কাজে বোঝা যাচ্ছে তাঁরা কোনোমতে এ বছরের শেষে ক্যাম্পাস খুলতে চান। যত দিনে বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে এবং বর্তমান উন্নয়ন প্রকল্পের ৬২৫ কোটি টাকার টেন্ডার নির্বিঘ্নে শেষ হবে ততক্ষণ তাঁরা অপেক্ষা করতে চান। তবে আমরা স্পষ্ট বলতে চাই যে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা না হলে ১ অক্টোবরে তালা ভেঙে শিক্ষার্থীরা হলে উঠবে। এর জন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় প্রশাসনকে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোভন রহমান বলেন, আমাদের অত্যন্ত স্পষ্ট দাবি হচ্ছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া। এর পরে আর একদিনও হলের বাইরে শিক্ষার্থীরা থাকবে না।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ইনস্টিটিউটের মধ্যে ৩৪টি বিভাগ তথ্য দিয়েছে। আমরা জানতে পেরেছি অর্ধেক শিক্ষার্থী ২ ডোজ, অর্ধেক ১ ডোজ এবং বাদবাকি নিবন্ধন করেছে। এর বাইরে কিছু শিক্ষার্থী আইডি কার্ডের কারণে নিবন্ধন করতে পারেনি। যে সংখ্যাটি মুষ্টিমেয়। বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যে পরিমাণ শিক্ষার্থী টিকার বাইরে আছে তাদের টিকা দিতে একদিনও লাগবে না। ফলে এ অবস্থায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না।
এর আগে আজ দুপুরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হকের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সশরীরে চালুসহ ১ অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার দাবি জানায় ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় জাহাঙ্গীরনগর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমরা দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় করোনার কারণে হলের বাইরে অবস্থান করেছি। তবে এখন সংক্রমণ কমে আসায় আমরা সশরীরে ক্লাসে ফিরতে চাই। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত হলে ফিরে যেতে আজকে দাবি নিয়ে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ও ইসমাইল, রাফা, আলী, ইমরান, সোহেল, তৃষা, এনাম, আরিফ, আলম, সুজন, আবির, আসাদ, চিন্ময়, রাশেদ প্রমুখ।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর টিকা প্রদান প্রক্রিয়া শুরু হলে তো সাত-আট দিন লাগবে। টিকা ছাড়াই যদি হলে ওঠানো যেতো তাহলে কেন এত দিন বন্ধ রাখলাম? অন্তত এক ডোজ টিকা নিতেই হবে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছি। হল খুলে দেওয়ার পর যাতে আবার বন্ধ করতে না হয় সে জন্য শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরার অনুরোধ করছি।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় না খুললে ১ অক্টোবরের মধ্যে আবাসিক হলে ওঠার হুঁশিয়ারি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে’ অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এ মন্তব্য করেন বিক্ষুব্ধ ছাত্ররা।
সরেজমিনে জানা যায়, মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। মশাল মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেপ্টেম্বরের ১৫ তারিখে ১৫ দিনের সময় দেওয়া হয়। অথচ প্রশাসন ব্যর্থ হয়ে আবারও ১৫ দিনের সময় চাচ্ছে। এটি ছাত্রদের হতাশ করেছে। কারণ এই প্রশাসন দুই ঘণ্টার নোটিশে হল ভ্যাকেন্টের সামর্থ্য দেখালেও হল খুলতে গড়িমসি করছে।
জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, হল খোলার ব্যাপারে প্রশাসনের গড়িমসি নিন্দনীয়। প্রশাসনের কাজে বোঝা যাচ্ছে তাঁরা কোনোমতে এ বছরের শেষে ক্যাম্পাস খুলতে চান। যত দিনে বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে এবং বর্তমান উন্নয়ন প্রকল্পের ৬২৫ কোটি টাকার টেন্ডার নির্বিঘ্নে শেষ হবে ততক্ষণ তাঁরা অপেক্ষা করতে চান। তবে আমরা স্পষ্ট বলতে চাই যে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা না হলে ১ অক্টোবরে তালা ভেঙে শিক্ষার্থীরা হলে উঠবে। এর জন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায় প্রশাসনকে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোভন রহমান বলেন, আমাদের অত্যন্ত স্পষ্ট দাবি হচ্ছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া। এর পরে আর একদিনও হলের বাইরে শিক্ষার্থীরা থাকবে না।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ইনস্টিটিউটের মধ্যে ৩৪টি বিভাগ তথ্য দিয়েছে। আমরা জানতে পেরেছি অর্ধেক শিক্ষার্থী ২ ডোজ, অর্ধেক ১ ডোজ এবং বাদবাকি নিবন্ধন করেছে। এর বাইরে কিছু শিক্ষার্থী আইডি কার্ডের কারণে নিবন্ধন করতে পারেনি। যে সংখ্যাটি মুষ্টিমেয়। বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যে পরিমাণ শিক্ষার্থী টিকার বাইরে আছে তাদের টিকা দিতে একদিনও লাগবে না। ফলে এ অবস্থায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না।
এর আগে আজ দুপুরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হকের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সশরীরে চালুসহ ১ অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার দাবি জানায় ছাত্রলীগ।
এ বিষয়ে ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় জাহাঙ্গীরনগর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমরা দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় করোনার কারণে হলের বাইরে অবস্থান করেছি। তবে এখন সংক্রমণ কমে আসায় আমরা সশরীরে ক্লাসে ফিরতে চাই। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত হলে ফিরে যেতে আজকে দাবি নিয়ে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, বায়েজিদ রানা কলিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ও ইসমাইল, রাফা, আলী, ইমরান, সোহেল, তৃষা, এনাম, আরিফ, আলম, সুজন, আবির, আসাদ, চিন্ময়, রাশেদ প্রমুখ।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর টিকা প্রদান প্রক্রিয়া শুরু হলে তো সাত-আট দিন লাগবে। টিকা ছাড়াই যদি হলে ওঠানো যেতো তাহলে কেন এত দিন বন্ধ রাখলাম? অন্তত এক ডোজ টিকা নিতেই হবে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছি। হল খুলে দেওয়ার পর যাতে আবার বন্ধ করতে না হয় সে জন্য শিক্ষার্থীদের ১৫ দিন ধৈর্য ধরার অনুরোধ করছি।

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
৫ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
১২ ঘণ্টা আগে
জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ এসেছে। ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে