
মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ছেলের পিতৃ পরিচয়ের দাবিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এক মা অভিযোগ করেছেন। উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের ব্যবসায়ী হারুন আর রশিদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ জুন) এমন অভিযোগ করেন একই ইউনিয়নের এক নারী।
গ্রাম আদালতে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভানুবিল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদ একই গ্রামের এক মেয়েকে যখন বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সেই মেয়ে একটি ছেলে সন্তান জন্ম দেন। মেয়ের পরিবার থেকে চাপ দিলে হারুন অর রশিদ বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে এ বিষয়ে মৌলভীবাজার আদালতে একটি মামলা হয়। মামলার রায়ে নারীর মানহানি বাবদ ৫০ হাজার টাকা ও ছেলের বয়স ১২ বছর পর্যন্ত মায়ের কাছে রাখার রায় দেন আদালত। এরপর ছেলের বাবার কাছে থাকার কথা এবং তাঁরই সব দায়দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু ছেলের বয়স এখন ১৮ বছর পূর্ণ হলেও হারুন অর রশিদ কোনো খরচ দিচ্ছেন না। এমনকি এটি তাঁর ছেলে নয় বলেও দাবি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার্থী ওই ছেলে। তাঁর জন্মসনদ ও স্কুল সার্টিফিকেটে বাবার নাম হারুন মিয়া ও মায়ের নাম রয়েছে। ছেলের বয়স ১৮ মাসের সময়ই মায়ের অন্য স্থানে বিয়ে হয়ে গেছে। ছেলেকে লালনপালন করেন খালা ও নানি।
ওই ছেলে বলেন, ‘আমি খুব কষ্টে বড় হয়েছি খালা ও নানির কাছে। নানি ও খালা বর্তমানে অক্ষম। আমি মানুষের কাজ করে নিজে পড়াশোনা করছি। এ বছর আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার এ বয়সে আর কাজ করা সম্ভব হচ্ছে না। আমি ছোট থাকা অবস্থায় মাকে অন্য একটা জায়গায় বিয়ে দেয় নানি। কিন্তু আমার বাবা আছে। বাবার কাছে গেলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেন। তিনি আমার বাবা নন বলে দাবি করেন। আমি আমার বাবার পরিচয় ও আমার অধিকার পেতে চাই।’
ছেলে পিতৃ পরিচয়ের দাবিতে গ্রাম আদালতে অভিযোগকারী নারী বলেন, ‘আমার ছেলের পিতৃ পরিচয় ও তার যাবতীয় ভরণপোষণের খরচ বহন করার জন্য আমি ৭ নং আদমপুর ইউনিয়নের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেছি। আমার বাচ্চাটা যেন এতিম না হয় এ জন্য ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী হারুন আর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের গ্রাম আদালতে একটা লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ছেলের পিতৃ পরিচয়ের দাবিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এক মা অভিযোগ করেছেন। উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের ব্যবসায়ী হারুন আর রশিদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ জুন) এমন অভিযোগ করেন একই ইউনিয়নের এক নারী।
গ্রাম আদালতে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভানুবিল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদ একই গ্রামের এক মেয়েকে যখন বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সেই মেয়ে একটি ছেলে সন্তান জন্ম দেন। মেয়ের পরিবার থেকে চাপ দিলে হারুন অর রশিদ বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে এ বিষয়ে মৌলভীবাজার আদালতে একটি মামলা হয়। মামলার রায়ে নারীর মানহানি বাবদ ৫০ হাজার টাকা ও ছেলের বয়স ১২ বছর পর্যন্ত মায়ের কাছে রাখার রায় দেন আদালত। এরপর ছেলের বাবার কাছে থাকার কথা এবং তাঁরই সব দায়দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু ছেলের বয়স এখন ১৮ বছর পূর্ণ হলেও হারুন অর রশিদ কোনো খরচ দিচ্ছেন না। এমনকি এটি তাঁর ছেলে নয় বলেও দাবি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার্থী ওই ছেলে। তাঁর জন্মসনদ ও স্কুল সার্টিফিকেটে বাবার নাম হারুন মিয়া ও মায়ের নাম রয়েছে। ছেলের বয়স ১৮ মাসের সময়ই মায়ের অন্য স্থানে বিয়ে হয়ে গেছে। ছেলেকে লালনপালন করেন খালা ও নানি।
ওই ছেলে বলেন, ‘আমি খুব কষ্টে বড় হয়েছি খালা ও নানির কাছে। নানি ও খালা বর্তমানে অক্ষম। আমি মানুষের কাজ করে নিজে পড়াশোনা করছি। এ বছর আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার এ বয়সে আর কাজ করা সম্ভব হচ্ছে না। আমি ছোট থাকা অবস্থায় মাকে অন্য একটা জায়গায় বিয়ে দেয় নানি। কিন্তু আমার বাবা আছে। বাবার কাছে গেলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেন। তিনি আমার বাবা নন বলে দাবি করেন। আমি আমার বাবার পরিচয় ও আমার অধিকার পেতে চাই।’
ছেলে পিতৃ পরিচয়ের দাবিতে গ্রাম আদালতে অভিযোগকারী নারী বলেন, ‘আমার ছেলের পিতৃ পরিচয় ও তার যাবতীয় ভরণপোষণের খরচ বহন করার জন্য আমি ৭ নং আদমপুর ইউনিয়নের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করেছি। আমার বাচ্চাটা যেন এতিম না হয় এ জন্য ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে ব্যবসায়ী হারুন আর রশিদের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের গ্রাম আদালতে একটা লিখিত অভিযোগ এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে