কুড়িগ্রাম প্রতিনিধি

সন্তানহীনকে সন্তান লাভের ও ‘জিনের’ কয়েন দিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণের কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মেহের আলী নামে এক ‘কবিরাজকে’ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) আদালত নেওয়া হলে তাঁকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়।
গতকাল সোমবার (২১ নভেম্বর) ভোরে জেলা শহরের পৌর এলাকার চরুয়া পাড়া গ্রাম থেকে মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এক নারী সন্তানের মা হতে না পারায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় সুফল পাচ্ছিলেন না। এর মধ্যে মোবাইলে মেহেদি (মেহের আলী) নামে কবিরাজের সঙ্গে পরিচয় হয়। ওই কবিরাজ জিনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে বলে ওই নারীকে জানান। এরপর থেকে ওই নারী সন্তান লাভের আশায় কবিরাজ মেহেদির কাছে টাকার বিনিময়ে তাবিজ-কবচ নিতে থাকেন।
এদিকে এরই মধ্যে ওই নারীর বাড়িতে স্বর্ণের কয়েন আছে দাবি করে তা তুলে দেওয়ার প্রলোভন দেখান মেহেদি। একপর্যায়ে ওই নারীকে তিনি একটি পুরোনো সোনালি রঙের কয়েন দেন। কয়েনটি ‘জিনের’ কয়েন দাবি করে তা গভীর রাতে তাহাজ্জুদ নামাজের পর মোমবাতি জ্বালিয়ে দেখতে বলেন। ওই কয়েন থেকে কোটি টাকার স্বর্ণ মুদ্রা পাওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা দাবি করেন। এর আগে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মেহের আলী।
কিন্তু দীর্ঘদিনেও গর্ভধারণ না করায় এবং কোনো স্বর্ণের কয়েনও না পাওয়ায় ভুক্তভোগী নারী তাঁর বোনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় মেহের আলীর কাছ থেকে কয়েন, তাবিজ ও হরিণের চামড়ার টুকরো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মামলা করলে গত ২০ নভেম্বর দিবাগত রাতে আসামি মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুক্তভোগীর কাছে দুই লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তবে বাদী পক্ষের দাবি সে আরও অনেক বেশি টাকা নিয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘আসামিকে অধিকর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ অথবা কাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সন্তানহীনকে সন্তান লাভের ও ‘জিনের’ কয়েন দিয়ে কোটি টাকা মূল্যের স্বর্ণের কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মেহের আলী নামে এক ‘কবিরাজকে’ গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা-পুলিশ। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) আদালত নেওয়া হলে তাঁকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়।
গতকাল সোমবার (২১ নভেম্বর) ভোরে জেলা শহরের পৌর এলাকার চরুয়া পাড়া গ্রাম থেকে মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এক নারী সন্তানের মা হতে না পারায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তিনি চিকিৎসায় সুফল পাচ্ছিলেন না। এর মধ্যে মোবাইলে মেহেদি (মেহের আলী) নামে কবিরাজের সঙ্গে পরিচয় হয়। ওই কবিরাজ জিনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে বলে ওই নারীকে জানান। এরপর থেকে ওই নারী সন্তান লাভের আশায় কবিরাজ মেহেদির কাছে টাকার বিনিময়ে তাবিজ-কবচ নিতে থাকেন।
এদিকে এরই মধ্যে ওই নারীর বাড়িতে স্বর্ণের কয়েন আছে দাবি করে তা তুলে দেওয়ার প্রলোভন দেখান মেহেদি। একপর্যায়ে ওই নারীকে তিনি একটি পুরোনো সোনালি রঙের কয়েন দেন। কয়েনটি ‘জিনের’ কয়েন দাবি করে তা গভীর রাতে তাহাজ্জুদ নামাজের পর মোমবাতি জ্বালিয়ে দেখতে বলেন। ওই কয়েন থেকে কোটি টাকার স্বর্ণ মুদ্রা পাওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা দাবি করেন। এর আগে বিভিন্ন সময়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মেহের আলী।
কিন্তু দীর্ঘদিনেও গর্ভধারণ না করায় এবং কোনো স্বর্ণের কয়েনও না পাওয়ায় ভুক্তভোগী নারী তাঁর বোনের সহায়তায় পুলিশের দ্বারস্থ হন। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত মেহের আলীকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় মেহের আলীর কাছ থেকে কয়েন, তাবিজ ও হরিণের চামড়ার টুকরো উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মামলা করলে গত ২০ নভেম্বর দিবাগত রাতে আসামি মেহের আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুক্তভোগীর কাছে দুই লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। তবে বাদী পক্ষের দাবি সে আরও অনেক বেশি টাকা নিয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, ‘আসামিকে অধিকর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ অথবা কাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে