রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর ইউনিয়ন পরষিদ নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাণীশংকৈলে যান তিনি।
এ সময় জেলা প্রশাসক নিহত শিশুর মা মিনার বেগম, বাবা বাদশাহসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। শিশুটির দাফনকাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, জেলা প্রশাসক রাত সাড়ে ৩টার দিকে রাণীশংকৈল ত্যাগ করেন। তিনি নিহত শিশুর মা মিনারা বেগমকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শিশুটির দাফনকাজ সমাধানের জন্য নগদ ৫০ হাজার টাকা দেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে বুধবার ভোট গ্রহণ শেষে তালা প্রতীকের প্রার্থী বাবুল প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। ফলাফল ঘোষণার পর মোরগ প্রতীকের প্রার্থী খালেদুর রহমান ও ফুটবল প্রার্থী আজাদ পুনরায় ভোট গণনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেন। একসময় তাঁরা অনুরোধ রাখার আশ্বাস দিলেও হঠাৎ করেই নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্র থেকে চলে আসতে চাইলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ প্রথমে টিয়ারশেল পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারীর কোলে থাকা ওই শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় পুলিশের একটি মাইক্রোসহ দুজন পুলিশকে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার নেতৃত্বে রানীশংকৈল থানার ওসিসহ দুই গাড়ি বিজিবি ও পুলিশ সদস্য গিয়ে তাঁদের উদ্ধার করেন।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাচোর ইউনিয়ন পরষিদ নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাণীশংকৈলে যান তিনি।
এ সময় জেলা প্রশাসক নিহত শিশুর মা মিনার বেগম, বাবা বাদশাহসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। শিশুটির দাফনকাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, জেলা প্রশাসক রাত সাড়ে ৩টার দিকে রাণীশংকৈল ত্যাগ করেন। তিনি নিহত শিশুর মা মিনারা বেগমকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শিশুটির দাফনকাজ সমাধানের জন্য নগদ ৫০ হাজার টাকা দেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে বুধবার ভোট গ্রহণ শেষে তালা প্রতীকের প্রার্থী বাবুল প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। ফলাফল ঘোষণার পর মোরগ প্রতীকের প্রার্থী খালেদুর রহমান ও ফুটবল প্রার্থী আজাদ পুনরায় ভোট গণনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেন। একসময় তাঁরা অনুরোধ রাখার আশ্বাস দিলেও হঠাৎ করেই নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্র থেকে চলে আসতে চাইলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ প্রথমে টিয়ারশেল পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারীর কোলে থাকা ওই শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় পুলিশের একটি মাইক্রোসহ দুজন পুলিশকে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার নেতৃত্বে রানীশংকৈল থানার ওসিসহ দুই গাড়ি বিজিবি ও পুলিশ সদস্য গিয়ে তাঁদের উদ্ধার করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে