খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ধান খেত থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ ও সিআইডি। রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুলহাট এলাকার বেলানপাড়া ও দেওয়ানীপাড়ার মধ্যস্থলের চাতালের পার্শ্বের ধান খেতে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম একরামুল হক (৫৬)। তিনি উপজেলার ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি করতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১২ নভেম্বর) সকালে প্রতিদিনের মতোই তিনি বাড়ি থেকে বের হন। প্রতিদিনের ন্যায় গ্রাম শেষ করে পুলেরহাট বাজারে ভ্যান রেখে নিখোঁজ হন একরামুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুলহাট এলাকার বেলানপাড়া ও দেওয়ানীপাড়ার মধ্যস্থলের চাতালের পার্শ্বের ধানখেতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রথমে তাঁরা ভেবেছিলেন একটি পাগল ঘুমাচ্ছে। ঘণ্টাখানেক সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখে অচেতন অবস্থায় পড়ে আছেন। থানা-পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত করে এ রহস্য উন্মোচন করা হোক।’
খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনা সিআইডি সদস্যরা তদন্ত করছেন। এর সঙ্গে থানা-পুলিশও কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম ও সিআইডি ক্রাইম সিন পার্টির সদস্যরা।

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ধান খেত থেকে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ ও সিআইডি। রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুলহাট এলাকার বেলানপাড়া ও দেওয়ানীপাড়ার মধ্যস্থলের চাতালের পার্শ্বের ধান খেতে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম একরামুল হক (৫৬)। তিনি উপজেলার ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিক্রি করতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১২ নভেম্বর) সকালে প্রতিদিনের মতোই তিনি বাড়ি থেকে বের হন। প্রতিদিনের ন্যায় গ্রাম শেষ করে পুলেরহাট বাজারে ভ্যান রেখে নিখোঁজ হন একরামুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুলহাট এলাকার বেলানপাড়া ও দেওয়ানীপাড়ার মধ্যস্থলের চাতালের পার্শ্বের ধানখেতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রথমে তাঁরা ভেবেছিলেন একটি পাগল ঘুমাচ্ছে। ঘণ্টাখানেক সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখে অচেতন অবস্থায় পড়ে আছেন। থানা-পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত করে এ রহস্য উন্মোচন করা হোক।’
খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই ঘটনা সিআইডি সদস্যরা তদন্ত করছেন। এর সঙ্গে থানা-পুলিশও কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায়, ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম ও সিআইডি ক্রাইম সিন পার্টির সদস্যরা।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৫ দিন আগে