নীলফামারী ও ডোমার প্রতিনিধি

নীলফামারীতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ডোমার থানায় মামলাটি করেন ডোমারের চিকনমাটি এলাকার ভুক্তভোগী গৃহবধূ।
অভিযুক্ত এসআই মহাবীর ব্যানার্জিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জির ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা র্যাবে কর্মরত। ঘটনার সময় তিনি ডোমার থানায় কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময় ডোমার থানার এসআই মহাবীর। তদন্তের সুবাদে ওই নারীর সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক হয় মহাবীরের। ছয় মাস আগে ডোমার থানা থেকে বদলি হলেও মোবাইল ফোনে তাঁদের অব্যাহত ছিল।
একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করেন মহাবীর। টের পেয়ে স্থানীয়রা তাঁকে আটক করে।
ওই নারী জানান, এর আগেও গত ২৮ সেপ্টেম্বর রাতে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মহাবীর। গতকালের ঘটনার পর মীমাংসার জন্য সালিসে বসা হয়েছিল। কিন্তু মহাবীর বিয়েতে রাজি হননি। এ কারণে তিনি থানায় মামলা করেছেন।
ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘পৌরসভার কাউন্সিলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাঁদের কথাবার্তায় মনে হয়েছে তাঁদের মধ্যে একটা সম্পর্ক ছিল। বুধবার রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। কোনো অভিভাবক না আসায় তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘মামলার পরিপ্রেক্ষিতে আসামি মহাবীরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

নীলফামারীতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ডোমার থানায় মামলাটি করেন ডোমারের চিকনমাটি এলাকার ভুক্তভোগী গৃহবধূ।
অভিযুক্ত এসআই মহাবীর ব্যানার্জিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জির ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা র্যাবে কর্মরত। ঘটনার সময় তিনি ডোমার থানায় কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময় ডোমার থানার এসআই মহাবীর। তদন্তের সুবাদে ওই নারীর সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক হয় মহাবীরের। ছয় মাস আগে ডোমার থানা থেকে বদলি হলেও মোবাইল ফোনে তাঁদের অব্যাহত ছিল।
একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল বুধবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করেন মহাবীর। টের পেয়ে স্থানীয়রা তাঁকে আটক করে।
ওই নারী জানান, এর আগেও গত ২৮ সেপ্টেম্বর রাতে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মহাবীর। গতকালের ঘটনার পর মীমাংসার জন্য সালিসে বসা হয়েছিল। কিন্তু মহাবীর বিয়েতে রাজি হননি। এ কারণে তিনি থানায় মামলা করেছেন।
ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, ‘পৌরসভার কাউন্সিলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাঁদের কথাবার্তায় মনে হয়েছে তাঁদের মধ্যে একটা সম্পর্ক ছিল। বুধবার রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। কোনো অভিভাবক না আসায় তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘মামলার পরিপ্রেক্ষিতে আসামি মহাবীরকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
আদালত পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে