ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৫) হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার মেহেদীর পরিবার, এলাকাবাসী ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল পালন করেন।
জানা যায়, আজ সকালে এলাকাবাসী ও পরিবারের লোকজন বিসিক শিল্প নগরী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিলে মিছিল নিয়ে চৌরাস্তায় জড়ো হয়ে সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা মেহেদীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এসে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানকে পরিবার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন বক্তব্য দেন-নিহতের মা মাহফুজা খাতুন, বাবা আ. মালেক, নানি আজমিরা খাতুন, নানা সমির উদ্দিন, মামা আমজাদ হোসেন, খালা ওয়াফা বিনতে জামান, মেহেদীর বন্ধু আদিব, শিশির, প্রাক্তন ছাত্র সৌগত দেবনাথ, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু, এলাকাবাসীর পক্ষে খোতেজা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে পৌর শহরের দুরামারি নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও ৪ / ৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মেহেদিকে বাঁচাতে গিয়ে আহত হওয়ার দাবি করা দুই বন্ধু আরমান (১৬) ও গালিবের (১৬) সঙ্গে আরমানের দাদা আকবর আলমকে (৬২) গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৫) হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার মেহেদীর পরিবার, এলাকাবাসী ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল পালন করেন।
জানা যায়, আজ সকালে এলাকাবাসী ও পরিবারের লোকজন বিসিক শিল্প নগরী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরাস্তা হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিলে মিছিল নিয়ে চৌরাস্তায় জড়ো হয়ে সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা মেহেদীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এসে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানকে পরিবার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন বক্তব্য দেন-নিহতের মা মাহফুজা খাতুন, বাবা আ. মালেক, নানি আজমিরা খাতুন, নানা সমির উদ্দিন, মামা আমজাদ হোসেন, খালা ওয়াফা বিনতে জামান, মেহেদীর বন্ধু আদিব, শিশির, প্রাক্তন ছাত্র সৌগত দেবনাথ, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু, এলাকাবাসীর পক্ষে খোতেজা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে পৌর শহরের দুরামারি নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও ৪ / ৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মেহেদিকে বাঁচাতে গিয়ে আহত হওয়ার দাবি করা দুই বন্ধু আরমান (১৬) ও গালিবের (১৬) সঙ্গে আরমানের দাদা আকবর আলমকে (৬২) গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫