ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন লিজা আক্তার (৩০) নামের এক নারী। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মা-সন্তানসহ ওই দিনই তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু দুটির নাম আজান (৫) ও শাফা (২)। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লিজার বাবা লিয়াকত বলেন, তিনি দুপুরে ফোনে জানতে পারেন তার মেয়ে বিষ পান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়েছেন। তাঁর মেয়ে লিজা মানসিক রোগী। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন তাঁর মেয়ের। বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তাঁর মেয়ে। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের একজন কর্মী। গত রোববার সন্ধ্যায় লিজা ও তাঁর সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে তাঁদের রেখে ঢাকায় চলে যান সফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে রেখে গেছেন দুলাভাই। আবার সময় হলে নিয়ে যাবেন। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল!
সফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান করেছিলেন। তবে সেই যাত্রায় বেঁচে গেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল, তা তদন্ত সাপেক্ষে বলতে হবে।

ঠাকুরগাঁওয়ে দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন লিজা আক্তার (৩০) নামের এক নারী। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মা-সন্তানসহ ওই দিনই তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু দুটির নাম আজান (৫) ও শাফা (২)। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লিজার বাবা লিয়াকত বলেন, তিনি দুপুরে ফোনে জানতে পারেন তার মেয়ে বিষ পান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়েছেন। তাঁর মেয়ে লিজা মানসিক রোগী। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন তাঁর মেয়ের। বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তাঁর মেয়ে। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের একজন কর্মী। গত রোববার সন্ধ্যায় লিজা ও তাঁর সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে তাঁদের রেখে ঢাকায় চলে যান সফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে রেখে গেছেন দুলাভাই। আবার সময় হলে নিয়ে যাবেন। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল!
সফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান করেছিলেন। তবে সেই যাত্রায় বেঁচে গেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল, তা তদন্ত সাপেক্ষে বলতে হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে