লালমনিরহাট প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নিয়ামুল আলম নাঈমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপজেলা সদরের স্টেশন এলাকায় নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। আজ শনিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পোস্টার ছেঁড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেঁড়ার সত্যতা স্বীকার করলে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা পোস্টার ছিঁড়ে ফেলায় নাঈম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম নিয়ামুল আলম নাঈমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপজেলা সদরের স্টেশন এলাকায় নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। আজ শনিবার বিকেলে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পোস্টার ছেঁড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেঁড়ার সত্যতা স্বীকার করলে তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রচারণা পোস্টার ছিঁড়ে ফেলায় নাঈম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে