সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ঋণের চাপে শাবানা পারভীন লাইলী (৩৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার বেলা ১১টার শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাবানা পারভীন একই এলাকার জাবেদ আলী পাপ্পুর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জাবেদ আলী তাঁর স্ত্রী শাবানার নামে ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও ঠ্যাংগামারা এনজিওসহ স্থানীয় কয়েকজনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিলেন। ওই ঋণের কিস্তি প্রতিদিন পরিশোধ করতে হতো। স্বামীর সামান্য বেতনে শাবানার পক্ষে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর হয়ে উঠেছিল। একপর্যায়ে ব্যাংক, এনজিওসহ অন্যরা সুদে টাকার জন্য প্রতিনিয়ত তাগাদা দিতে থাকে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাবানা। এরই জেরে আজ বেলা ১১টার দিকে সবার অগোচরে পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাবানা।
মৃতের শিশু সন্তান জিসান আহমেদ (১০) বলে, ‘আমার মায়ের নামে অনেক টাকা ঋণ নেওয়া ছিল। ওই টাকার জন্য লোকেরা বাড়িতে এসে সব সময় বসে থাকত। কিন্তু টাকার সমস্যার জন্য কিস্তি দিতে পারত না। তাই আজ আমার মা মানসিক চাপে আত্মহত্যা করেছেন।’
শাবানার স্বামী জাবেদ আলী বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতাম। তিন মাস আগে আমার চাকরি চলে যায়। পরে ব্যবসা করার জন্য দুটি ব্যাংক, একটি এনজিও ও তিনজনের কাছ থেকে স্ত্রীর নামে ঋণ নিয়েছিলাম। কিন্তু ব্যবসায় সব টাকার ক্ষতি হয়ে গেছে। অপরদিকে, অভাবের কারণে ঠিকভাবে কিস্তি দিতে পারছিলাম না। কিন্তু যাদের কাছে টাকা নিয়েছিলাম তারা প্রতিদিন চাপ দিত। এ কারণে মানসিক চাপে আমার স্ত্রী আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

নীলফামারীর সৈয়দপুরে ঋণের চাপে শাবানা পারভীন লাইলী (৩৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার বেলা ১১টার শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শাবানা পারভীন একই এলাকার জাবেদ আলী পাপ্পুর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জাবেদ আলী তাঁর স্ত্রী শাবানার নামে ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও ঠ্যাংগামারা এনজিওসহ স্থানীয় কয়েকজনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার ঋণ নিয়েছিলেন। ওই ঋণের কিস্তি প্রতিদিন পরিশোধ করতে হতো। স্বামীর সামান্য বেতনে শাবানার পক্ষে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর হয়ে উঠেছিল। একপর্যায়ে ব্যাংক, এনজিওসহ অন্যরা সুদে টাকার জন্য প্রতিনিয়ত তাগাদা দিতে থাকে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাবানা। এরই জেরে আজ বেলা ১১টার দিকে সবার অগোচরে পেয়ারা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাবানা।
মৃতের শিশু সন্তান জিসান আহমেদ (১০) বলে, ‘আমার মায়ের নামে অনেক টাকা ঋণ নেওয়া ছিল। ওই টাকার জন্য লোকেরা বাড়িতে এসে সব সময় বসে থাকত। কিন্তু টাকার সমস্যার জন্য কিস্তি দিতে পারত না। তাই আজ আমার মা মানসিক চাপে আত্মহত্যা করেছেন।’
শাবানার স্বামী জাবেদ আলী বলেন, ‘আমি একটি বেসরকারি কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতাম। তিন মাস আগে আমার চাকরি চলে যায়। পরে ব্যবসা করার জন্য দুটি ব্যাংক, একটি এনজিও ও তিনজনের কাছ থেকে স্ত্রীর নামে ঋণ নিয়েছিলাম। কিন্তু ব্যবসায় সব টাকার ক্ষতি হয়ে গেছে। অপরদিকে, অভাবের কারণে ঠিকভাবে কিস্তি দিতে পারছিলাম না। কিন্তু যাদের কাছে টাকা নিয়েছিলাম তারা প্রতিদিন চাপ দিত। এ কারণে মানসিক চাপে আমার স্ত্রী আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, এ বিষয়ে পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে