নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার ছয় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। পরে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আব্দুল হান্নান শেখ, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিক মো. সোহেল রানা, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিক মো. নুরুজ্জামান ইসলাম, আজহারুল গুড় ভান্ডারের মালিক মো. আজহারুল ইসলাম, তৌফিকুল গুড় ভান্ডারের মালিক মো. তৌফিকুল ইসলাম ও শাহিন গুড় ভান্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিন।
নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, ওই সব প্রতিষ্ঠানে চিনির সিরাপ, ফিটকারি, রংসহ নানা উপকরণ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে র্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ওই সব প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় এবং ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করে। এরপর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার ছয় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। পরে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আব্দুল হান্নান শেখ, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিক মো. সোহেল রানা, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিক মো. নুরুজ্জামান ইসলাম, আজহারুল গুড় ভান্ডারের মালিক মো. আজহারুল ইসলাম, তৌফিকুল গুড় ভান্ডারের মালিক মো. তৌফিকুল ইসলাম ও শাহিন গুড় ভান্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিন।
নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, ওই সব প্রতিষ্ঠানে চিনির সিরাপ, ফিটকারি, রংসহ নানা উপকরণ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে র্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ওই সব প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় এবং ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করে। এরপর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে