কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে দ্বিতীয় স্ত্রীর স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাতে উপজেলার জামতৈলের পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরেই নিহত মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী নুরুন্নাহার বেগম দুজনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের ফিরোজা বেগমের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের বিষয়টি জানাজানি হলে মোহাম্মদ আলী ও ফিরোজা বেগম বিয়ে করেন। বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন।
এদিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হলে তিনি আবার প্রথম স্ত্রীর কাছে চলে যান। এর কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রী তাঁর স্বামীর নামে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেন।
পরে দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম তাঁর স্বামীকে প্রস্তাব দেন, তিনি যদি তাঁর সঙ্গে সংসার করেন তাহলে সবকিছু মিটমাট করে নেবেন। মিটমাট বা মামলা মীমাংসা করার শর্তে তাঁর স্বামী দু-তিন দিন আগে থেকে আবার সংসার করতে শুরু করেন। অভিযোগ উঠেছে, এরপর রোববার গভীর রাতে মোহাম্মদ আলীকে হাতুড়ি বা ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে হত্যা করেন দ্বিতীয় স্ত্রী।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) ওসি আহসানুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জখম অবস্থায় মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সিরাজগঞ্জের কামারখন্দে দ্বিতীয় স্ত্রীর স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাতে উপজেলার জামতৈলের পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরেই নিহত মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী নুরুন্নাহার বেগম দুজনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের ফিরোজা বেগমের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের বিষয়টি জানাজানি হলে মোহাম্মদ আলী ও ফিরোজা বেগম বিয়ে করেন। বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন।
এদিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হলে তিনি আবার প্রথম স্ত্রীর কাছে চলে যান। এর কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রী তাঁর স্বামীর নামে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেন।
পরে দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম তাঁর স্বামীকে প্রস্তাব দেন, তিনি যদি তাঁর সঙ্গে সংসার করেন তাহলে সবকিছু মিটমাট করে নেবেন। মিটমাট বা মামলা মীমাংসা করার শর্তে তাঁর স্বামী দু-তিন দিন আগে থেকে আবার সংসার করতে শুরু করেন। অভিযোগ উঠেছে, এরপর রোববার গভীর রাতে মোহাম্মদ আলীকে হাতুড়ি বা ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে হত্যা করেন দ্বিতীয় স্ত্রী।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) ওসি আহসানুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জখম অবস্থায় মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে