Ajker Patrika

বেগুনের ভেতর মিলল ১০ লাখ টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বেগুনের ভেতর মিলল ১০ লাখ টাকার হেরোইন

রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন (৪৩)। তাঁর কাছে থাকা দুটি বেগুনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। 

রুহুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন চর ভুবনপাড়া গ্রামে। 

জব্দ করা হেরোইনর‍্যাব জানায়, বেগুনের ভেতরের অংশ কেটে ফেলে তার ভেতরে হেরোইন ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে দুটি বেগুন বের করে দেখা যায়, বিশেষ কায়দায় ভেতরে রাখা হয়েছে হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। 

র‍্যাব জানায়, এ ঘটনায় রুহুলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত