নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচন কমিশনার (ইসি) সেজে প্রতারক চক্রটি প্রার্থীদের ভোটে জিতিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনেরও হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে কাউন্সিলর প্রার্থী আরমান আলীর ব্যক্তিগত মোবাইলে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান পরিচয় দেন। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তাঁর কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।
এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল ফোন নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তাঁরা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।
পরে সকাল ৮ টা ২৯, ৮টা ৩৮ এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। কিন্তু এটি সংঘবদ্ধ চক্রের প্রতারণার কৌশল বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নির্বাচন কমিশনার (ইসি) সেজে প্রতারক চক্রটি প্রার্থীদের ভোটে জিতিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনেরও হুমকি দেওয়া হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে কাউন্সিলর প্রার্থী আরমান আলীর ব্যক্তিগত মোবাইলে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান পরিচয় দেন। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তাঁর কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।
এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল ফোন নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তাঁরা নির্বাচনের ফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী তাতে বিভ্রান্ত হননি।
পরে সকাল ৮ টা ২৯, ৮টা ৩৮ এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। কিন্তু এটি সংঘবদ্ধ চক্রের প্রতারণার কৌশল বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে এই প্রতারক চক্রের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে