নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।
আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’
এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’
জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’
আরও খবর পড়ুন:

র্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। র্যাব তাঁকে আটকের একদিন পর রাজশাহীর রাজপাড়া থানায় এ মামলা হয়। গত ২৩ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হক।
আগের দিন ২২ মার্চ রাত সাড়ে ৯টায় জেসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে র্যাব। ২৪ মার্চ সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। বিষয়টি নিয়ে কথা বলতে এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে বেশ কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, ‘এনামুল হক মামলার এজাহারে এই অভিযোগ এনেছেন যে, জেসমিন তাঁর নামে ফেসবুকে একটি আইডি খুলেছিলেন। সেই আইডি দিয়ে তিনি প্রতারণা করছিলেন। জেসমিনের নাম উল্লেখ করেই মামলাটি করা হয়।’
এনামুল হক কীভাবে নিশ্চিত হলেন যে জেসমিনই ভুয়া আইডি খুলেছিলেন, এমন প্রশ্নে রুহুল আমিন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না। এ ব্যাপারে আমাদের কোনো অনুসন্ধান নেই। র্যাব হয়তো তদন্ত করছিল, তারা বলতে পারে।’
জেসমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল কি না জানতে চাইলে ইন্সপেক্টর রুহুল আমিন বলেন, ‘আমরা তো আসামি পাইনি। র্যাব নিয়ে এসে হাসপাতালে রেখেছিল। আমাদের তো দেয়নি। তাই গ্রেপ্তার দেখানো হয়নি। তবে মৃত্যুর পর আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে এই মামলার মাধ্যমেই। আলাদা কোনো মামলা হয়নি।’
আরও খবর পড়ুন:

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে