ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এক অটোভ্যান চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন অটোভ্যান ছিনতাই চক্রের সদস্য। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনমুখী বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা অটোভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার পাইকপাড়া গ্রামের ঠান্ডু আকন্দ (৩৮), ধুনট উপজেলা বেলকুচি গ্রামের হাসান শেখ (২৮), কালেরপাড়া গ্রামের হোসেন রেজা সাগর (৩২)। আজ সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ধুনট উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মাহফুজার সরকারের ছেলে জুনায়েদ প্রামানিক (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার দুপুরের দিকে সে তার বড় ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ধুনট শহরে আসে।
ধুনট শহরের জিরো পয়েন্ট থেকে অজ্ঞান পার্টির তিন সদস্য ঠান্ডু আকন্দ, হাসান শেখ ও হোসেন রেজা সাগর যাত্রীবেশে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠে। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে অটোভ্যান চালক জুনায়েদকে চেতনানাশক মিশ্রিত পানি খাওয়ায়। অটোভ্যান নিয়ে বেলকুচি গ্রামে পৌঁছালে জুনায়েদ অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তারা জুনায়েদকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জুনায়েদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় অটোভ্যানের ব্যাটারি বিক্রির চেষ্টার সময় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে এবং অটোভ্যানটি জব্দ করে।
এ ঘটনায় জুনায়েদের বাবা মাহফুজার সরকার বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা অটোভ্যানটি থানা হেফাজতে রয়েছে।

বগুড়ার ধুনট উপজেলায় এক অটোভ্যান চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজন অটোভ্যান ছিনতাই চক্রের সদস্য। গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনমুখী বাজার এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা অটোভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার পাইকপাড়া গ্রামের ঠান্ডু আকন্দ (৩৮), ধুনট উপজেলা বেলকুচি গ্রামের হাসান শেখ (২৮), কালেরপাড়া গ্রামের হোসেন রেজা সাগর (৩২)। আজ সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ধুনট উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের মাহফুজার সরকারের ছেলে জুনায়েদ প্রামানিক (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার দুপুরের দিকে সে তার বড় ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ধুনট শহরে আসে।
ধুনট শহরের জিরো পয়েন্ট থেকে অজ্ঞান পার্টির তিন সদস্য ঠান্ডু আকন্দ, হাসান শেখ ও হোসেন রেজা সাগর যাত্রীবেশে ধুনট উপজেলার বেলকুচি গ্রামে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠে। পথে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে অটোভ্যান চালক জুনায়েদকে চেতনানাশক মিশ্রিত পানি খাওয়ায়। অটোভ্যান নিয়ে বেলকুচি গ্রামে পৌঁছালে জুনায়েদ অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তারা জুনায়েদকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জুনায়েদকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় অটোভ্যানের ব্যাটারি বিক্রির চেষ্টার সময় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করে এবং অটোভ্যানটি জব্দ করে।
এ ঘটনায় জুনায়েদের বাবা মাহফুজার সরকার বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তিন ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা অটোভ্যানটি থানা হেফাজতে রয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে