কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিপন বেগম (৪২) নামে ওই গৃহবধূ নয়াপাড়ার তোজাম্মেল সরকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘরের দরজা খোলা রেখে ছোট ছেলে তুহিনকে (৮) নিয়ে ঘুমিয়ে ছিলেন শিপন বেগম। অন্য ঘরে ছিলেন বড় দুই ছেলে শিহাব হোসেন (২০) ও ছাব্বির হোসেন। স্বামী ছিলেন অন্য ঘরে। ভোরে গলাকাটা অবস্থায় শিপনের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) ফারজানা হোসেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, সিআইডি ক্রাইম সিন ইউনিট।
শিপন বেগমের বড় মেয়ে সুলতানা আক্তার (২২) বলেন, ‘জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিপক্ষ রাব্বিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনার জেরে দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে থাকতে পারে। এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে রাব্বিউল ইসলামের মা আবেদা বেগম (৫০) বলেন, ‘আমার ছেলে তোজাম্মেল হোসেনের কাছে জায়গাটি বিক্রি করেছে। ছেলের আইডি কার্ড হারানোর জন্য এখন পর্যন্ত জায়গাটির দলিল করে দিতে পারে নাই। আমার ছেলে ঢাকায় থাকে, আর তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াবিবাদ হয় নাই। যড়যন্ত্রমূলকভাবে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে। এই ঘটনার জন্য পুলিশ এসে আমার ছোট ছেলেকে থানায় নিয়ে গেছে।’
স্থানীয় ইউপি সদস্য নুরনবী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাত ৩টায় শিপন বেগমের মেজো ছেলে ছাব্বির হোসেন রাস্তায় এসে চিল্লাচিল্লি করছে— আমার মাকে হত্যা করেছে। চিৎকার শুনে প্রতিবেশীরা আসার পর দেখতে পায় গৃহবধূর স্বামী রক্ত বন্ধের জন্য কাপড় দিয়ে গলা চেপে ধরে আছেন। তখনো গৃহবধূ বেঁচে ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় রাব্বিউল ইসলামের ছোট ভাইকে আটকের বিষয়টি স্বীকার করেননি কালাই থানার ওসি এস এম মঈনুউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূ হত্যার এই বিষয়ে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’

জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিপন বেগম (৪২) নামে ওই গৃহবধূ নয়াপাড়ার তোজাম্মেল সরকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘরের দরজা খোলা রেখে ছোট ছেলে তুহিনকে (৮) নিয়ে ঘুমিয়ে ছিলেন শিপন বেগম। অন্য ঘরে ছিলেন বড় দুই ছেলে শিহাব হোসেন (২০) ও ছাব্বির হোসেন। স্বামী ছিলেন অন্য ঘরে। ভোরে গলাকাটা অবস্থায় শিপনের মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) ফারজানা হোসেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, সহকারী পুলিশ সুপার ইশতিয়াক হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন, সিআইডি ক্রাইম সিন ইউনিট।
শিপন বেগমের বড় মেয়ে সুলতানা আক্তার (২২) বলেন, ‘জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিপক্ষ রাব্বিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনার জেরে দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে থাকতে পারে। এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে রাব্বিউল ইসলামের মা আবেদা বেগম (৫০) বলেন, ‘আমার ছেলে তোজাম্মেল হোসেনের কাছে জায়গাটি বিক্রি করেছে। ছেলের আইডি কার্ড হারানোর জন্য এখন পর্যন্ত জায়গাটির দলিল করে দিতে পারে নাই। আমার ছেলে ঢাকায় থাকে, আর তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াবিবাদ হয় নাই। যড়যন্ত্রমূলকভাবে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে। এই ঘটনার জন্য পুলিশ এসে আমার ছোট ছেলেকে থানায় নিয়ে গেছে।’
স্থানীয় ইউপি সদস্য নুরনবী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাত ৩টায় শিপন বেগমের মেজো ছেলে ছাব্বির হোসেন রাস্তায় এসে চিল্লাচিল্লি করছে— আমার মাকে হত্যা করেছে। চিৎকার শুনে প্রতিবেশীরা আসার পর দেখতে পায় গৃহবধূর স্বামী রক্ত বন্ধের জন্য কাপড় দিয়ে গলা চেপে ধরে আছেন। তখনো গৃহবধূ বেঁচে ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।’
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ ঘটনায় রাব্বিউল ইসলামের ছোট ভাইকে আটকের বিষয়টি স্বীকার করেননি কালাই থানার ওসি এস এম মঈনুউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূ হত্যার এই বিষয়ে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে