আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) মারধরের ঘটনায় এক সেনা ও পুলিশের সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের প্রত্যাহার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর রেলওয়ে স্টেশনে এ মারধরের ঘটনাটি ঘটে।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন— নওগাঁর আত্রাই থানার শাহগোলা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে ও সেনাবাহিনীর সদস্য নাইম হোসেন (২৪) এবং বাবুল হাসানের ছেলে পুলিশ সদস্য আজিজুল ইসলাম (২৪)।
ভুক্তভোগী টিটিই আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে যাচ্ছিলেন সেনা সদস্য নাইম ও পুলিশ সদস্য আজিজুল। ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর স্টেশন পৌঁছালে ওই ট্রেনে দায়িত্বরত অবস্থায় আমি টিকিট দেখতে চাই। তাঁরা টিকিট দেখাতে না পারায় জরিমানাসহ তাঁদের টিকিটের মূল্য দিতে বলা হয়। এ সময় তাঁরা জরিমানার কথা শুনে সেনা সদস্য নাইম হোসেন আমার শার্টের কলার ধরেন ও পুলিশ সদস্য আজিজুল ইসলাম কিলঘুষি দেন।
মারধর ও লাঞ্ছিতের খবর পেয়ে ট্রেনে দায়িত্বরত রেল পুলিশ তাঁদের আটক করে গত বৃহস্পতিবার সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসেন। এরপর স্টেশন মাস্টারের কক্ষে এক জরুরি বৈঠকের মাধ্যমে পুলিশ সদস্য আজিজুল ইসলামকে বগুড়া পুলিশ লাইনে ও সেনা সদস্য নাইম হোসেনকে ঢাকা ক্যান্টনমেন্টে পাঠানো হয়।
সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সেনা ও পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রেল কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করায় তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
স্টেশন মাস্টার আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনি ব্যবস্থা গ্রহণসহ বিভাগীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত পুলিশ ও সেনা সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ছুটি বাতিল করে স্ব-স্ব দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) মারধরের ঘটনায় এক সেনা ও পুলিশের সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের প্রত্যাহার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর রেলওয়ে স্টেশনে এ মারধরের ঘটনাটি ঘটে।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন— নওগাঁর আত্রাই থানার শাহগোলা গ্রামের হেলাল উদ্দীনের ছেলে ও সেনাবাহিনীর সদস্য নাইম হোসেন (২৪) এবং বাবুল হাসানের ছেলে পুলিশ সদস্য আজিজুল ইসলাম (২৪)।
ভুক্তভোগী টিটিই আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পঞ্চগড়-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্তনগর ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে যাচ্ছিলেন সেনা সদস্য নাইম ও পুলিশ সদস্য আজিজুল। ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর স্টেশন পৌঁছালে ওই ট্রেনে দায়িত্বরত অবস্থায় আমি টিকিট দেখতে চাই। তাঁরা টিকিট দেখাতে না পারায় জরিমানাসহ তাঁদের টিকিটের মূল্য দিতে বলা হয়। এ সময় তাঁরা জরিমানার কথা শুনে সেনা সদস্য নাইম হোসেন আমার শার্টের কলার ধরেন ও পুলিশ সদস্য আজিজুল ইসলাম কিলঘুষি দেন।
মারধর ও লাঞ্ছিতের খবর পেয়ে ট্রেনে দায়িত্বরত রেল পুলিশ তাঁদের আটক করে গত বৃহস্পতিবার সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে আসেন। এরপর স্টেশন মাস্টারের কক্ষে এক জরুরি বৈঠকের মাধ্যমে পুলিশ সদস্য আজিজুল ইসলামকে বগুড়া পুলিশ লাইনে ও সেনা সদস্য নাইম হোসেনকে ঢাকা ক্যান্টনমেন্টে পাঠানো হয়।
সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সেনা ও পুলিশের ওই দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রেল কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করায় তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
স্টেশন মাস্টার আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনি ব্যবস্থা গ্রহণসহ বিভাগীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত পুলিশ ও সেনা সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ছুটি বাতিল করে স্ব-স্ব দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে