রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর মোটরসাইকেলে পালানোর সময় দুজনকে আটক করে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাঁদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় আটক দুই যুবক হলেন নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার সাহিল আহমেদ ধ্রুব এবং কোর্ট স্টেশন এলাকার মো. ফয়সাল।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষের বাসভবনের সামনে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রায়হানুল ফিরদাউসের মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে পালাচ্ছিলেন দুজন। এ সময় ওই শিক্ষার্থী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার দিতে থাকেন।
পরে ছিনতাইকারীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে এলে এক শিক্ষার্থী মোটরসাইকেলটি লক্ষ্য করে বেঞ্চ ছুড়ে মারেন। এতে মোটরসাইকেলটি মাটিতে পড়ে গেলে শিক্ষার্থীরা দুজনকে ধরে শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের অতিথি কক্ষে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা দুজনকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গিয়ে তাঁদের উদ্ধার করেন।
এদিকে উত্তেজিত শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি শহীদ হবিবুর রহমান হল মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা দুজন ছিনতাইকারীকে আটক করেছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত দুজন আমাদের হেফাজতে আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর মোটরসাইকেলে পালানোর সময় দুজনকে আটক করে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাঁদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় আটক দুই যুবক হলেন নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার সাহিল আহমেদ ধ্রুব এবং কোর্ট স্টেশন এলাকার মো. ফয়সাল।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষের বাসভবনের সামনে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রায়হানুল ফিরদাউসের মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে পালাচ্ছিলেন দুজন। এ সময় ওই শিক্ষার্থী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার দিতে থাকেন।
পরে ছিনতাইকারীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে এলে এক শিক্ষার্থী মোটরসাইকেলটি লক্ষ্য করে বেঞ্চ ছুড়ে মারেন। এতে মোটরসাইকেলটি মাটিতে পড়ে গেলে শিক্ষার্থীরা দুজনকে ধরে শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের অতিথি কক্ষে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা দুজনকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গিয়ে তাঁদের উদ্ধার করেন।
এদিকে উত্তেজিত শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি শহীদ হবিবুর রহমান হল মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা দুজন ছিনতাইকারীকে আটক করেছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত দুজন আমাদের হেফাজতে আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে