Ajker Patrika

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৪: ৪৭
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের ঘটনায় রশিদ কালু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারীর ছোট বোন বাদী হয়ে রশিদ কালুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার রশিদ কালু উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত বছির আলীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাবা নেই। মা ও বোনদের সঙ্গে থাকতেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীকে বাড়িতে রেখে তাঁর মা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সময় প্রতিবেশী রশিদ কালু ওই নারীকে তাঁর মা ডাকছে বলে বাড়ির পাশের আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী রশিদ কালুকে আটক করে শলুয়া ইউনিয়ন পরিষদে বেঁধে রাখেন।

রাত ৮টার দিকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর ছোট বোন বাদী হয়ে আজ সকালে চারঘাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি রশিদ কালুকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী ওই নারীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত