হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

নিজেকে ঈসা (আ.) নবী দাবি করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন ময়মনসিংহের হালুয়াঘাটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক যুবক। তাঁর নাম সঞ্জিব রিছিল (৪০)। তিনি স্থানীয় গ্রামের নিরীহ মানুষদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসতেন। তাঁর বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তাঁর নামে মামলা করেন একই গ্রামের আলাল উদ্দিন।
গতকাল বুধবার দিবাগত রাতে সঞ্জিব রিছিলকে জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে ঈসা নবী দাবি করা ওই যুবকের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী থানার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামে। তাঁর বাবা শিন্তারাম চিং। তিনি ছোটবেলা থেকেই ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামে তাঁর খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতেই বেড়ে উঠেছেন তিনি। মাঝে মধ্যেই ঢাকা যেতেন। কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করে কওমী মাদ্রাসায় লেখাপড়া করেন। বেশ কিছুদিন আগে তিনি বাড়িতে উঁচু বৈঠকখানা বানিয়ে ধর্মশালা তৈরি করেন। বিভিন্ন রোগের চিকিৎসাও দিতেন তিনি। এছাড়াও তাঁর ব্যক্তিগত এক নারী মুরিদও রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘তিনি বাড়ি থেকে খুব একটা বের হতেন না। মাঝে মাঝে আজানের সময় উচ্চস্বরে গান বাজাতেন। প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। পরে হঠাৎ একদিন তিনি নিজেকে ঈসা নবী দাবি করেন এবং মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা শুরু করেন। আমরা এর বিচার চাই।’
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিষয়ে জানতে পারি। তিনি আমাদের কাছেও নিজেকে ঈসা (আ.) নবী বলে দাবি করেন। তিনি মানুষকে চিকিৎসার নামে প্রতারণার কথা স্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

নিজেকে ঈসা (আ.) নবী দাবি করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন ময়মনসিংহের হালুয়াঘাটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক যুবক। তাঁর নাম সঞ্জিব রিছিল (৪০)। তিনি স্থানীয় গ্রামের নিরীহ মানুষদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসতেন। তাঁর বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তাঁর নামে মামলা করেন একই গ্রামের আলাল উদ্দিন।
গতকাল বুধবার দিবাগত রাতে সঞ্জিব রিছিলকে জুগলী ইউনিয়নের জয়রামকুড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে ঈসা নবী দাবি করা ওই যুবকের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী থানার মাগেরসবাড়ী কাচারীপাড়া গ্রামে। তাঁর বাবা শিন্তারাম চিং। তিনি ছোটবেলা থেকেই ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামে তাঁর খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতেই বেড়ে উঠেছেন তিনি। মাঝে মধ্যেই ঢাকা যেতেন। কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করে কওমী মাদ্রাসায় লেখাপড়া করেন। বেশ কিছুদিন আগে তিনি বাড়িতে উঁচু বৈঠকখানা বানিয়ে ধর্মশালা তৈরি করেন। বিভিন্ন রোগের চিকিৎসাও দিতেন তিনি। এছাড়াও তাঁর ব্যক্তিগত এক নারী মুরিদও রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘তিনি বাড়ি থেকে খুব একটা বের হতেন না। মাঝে মাঝে আজানের সময় উচ্চস্বরে গান বাজাতেন। প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। পরে হঠাৎ একদিন তিনি নিজেকে ঈসা নবী দাবি করেন এবং মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা শুরু করেন। আমরা এর বিচার চাই।’
এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিষয়ে জানতে পারি। তিনি আমাদের কাছেও নিজেকে ঈসা (আ.) নবী বলে দাবি করেন। তিনি মানুষকে চিকিৎসার নামে প্রতারণার কথা স্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে