Ajker Patrika

মাদ্রাসাছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
মাদ্রাসাছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ছবির উদ্দিন (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ছবির উদ্দিন উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের মৃত আরব আলী দেওয়ানীর ছেলে ও মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রবিবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাদ্রাসায় প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৭টার দিকে ছুটি দেওয়া হয়। এ সময় শিক্ষক ছবির উদ্দিন এক ছাত্রীকে মাদ্রাসার চটগুলো গুছিয়ে রেখে যেতে বলেন। সকল শিক্ষার্থী চলে যাওয়ার পর ওই শিক্ষার্থী চট গুছাতে থাকে। ওই সময় শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় সে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ছবির উদ্দিনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত