দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বাবার পর মারা গেলেন তাঁর ছেলে। এ ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত দিনু মন্ডলের ছেলে ফারুক মন্ডল (২২)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (৩০ এপ্রিল) সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল (৪০) এবং ওই দিন রাতে দিনু মন্ডলের (৬৫) মৃত্যু হয়।
ওসি মজিবুর রহমান বলেন, ‘চিলমারীর ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে দুজন নিহত এবং পাঁচজন গুরুতর দগ্ধসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হন।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। গ্রেপ্তার আসামিদের সবাইকে ৩০ এপ্রিল (রোববার) দুপুরে জামিন দিয়েছেন আদালত। এ মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বাবার পর মারা গেলেন তাঁর ছেলে। এ ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত দিনু মন্ডলের ছেলে ফারুক মন্ডল (২২)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (৩০ এপ্রিল) সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল (৪০) এবং ওই দিন রাতে দিনু মন্ডলের (৬৫) মৃত্যু হয়।
ওসি মজিবুর রহমান বলেন, ‘চিলমারীর ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে দুজন নিহত এবং পাঁচজন গুরুতর দগ্ধসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হন।
এ ঘটনায় গত ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। গ্রেপ্তার আসামিদের সবাইকে ৩০ এপ্রিল (রোববার) দুপুরে জামিন দিয়েছেন আদালত। এ মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে