শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুজার গিফারী ওরফে গাফফারের বিরুদ্ধে কলেজছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তার উদ্ধারের দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা সেখানে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে।
অভিযুক্ত ওরফে গাফফার উপজেলার বড়দাহ গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে। এর আগে গতকাল শনিবার ৬টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অপহৃত ওই ছাত্রী সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ে।
অপহৃত ওই ছাত্রীর বাবা বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন আমার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই সময় সে আর্তচিৎকার করেছে। কিন্তু কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি এখনো জানি না আমার মেয়ে কোন জায়গায়, কী অবস্থায় আছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, আমার মেয়ে যেন অক্ষতভাবে ফিরে আসে। আপনারা সহযোগিতা করেন, মেয়েটাকে যেন জীবিত পাই, যেন উধাও না হয়ে যায়। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’
এক সহপাঠী বলে, ‘ও খুবই মেধাবী ছাত্রী। ওর চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা বলেন, ‘এক বছর আগেই আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থাকায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুজার গিফারী ওরফে গাফফারের বিরুদ্ধে কলেজছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তার উদ্ধারের দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা সেখানে অবস্থান নেয় এবং বিক্ষোভ মিছিল করে।
অভিযুক্ত ওরফে গাফফার উপজেলার বড়দাহ গ্রামের দিয়ানত মন্ডলের ছেলে। এর আগে গতকাল শনিবার ৬টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অপহৃত ওই ছাত্রী সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়ে।
অপহৃত ওই ছাত্রীর বাবা বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন আমার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই সময় সে আর্তচিৎকার করেছে। কিন্তু কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি এখনো জানি না আমার মেয়ে কোন জায়গায়, কী অবস্থায় আছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, আমার মেয়ে যেন অক্ষতভাবে ফিরে আসে। আপনারা সহযোগিতা করেন, মেয়েটাকে যেন জীবিত পাই, যেন উধাও না হয়ে যায়। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’
এক সহপাঠী বলে, ‘ও খুবই মেধাবী ছাত্রী। ওর চলাফেরা খুব ভালো। আমার সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা বলেন, ‘এক বছর আগেই আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। তবে ঘটনাটি খুবই দুঃখজনক। এর বিচার হওয়া উচিত।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থাকায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে