
কুষ্টিয়া ভেড়ামারায় লোকমান হোসেন (৩৬) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের গলির একটি তেল মিলের পাশের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লোকমানের স্ত্রী জিন্নাত আরা টুম্পা তাঁর স্বামীর পরিচয় নিশ্চিত করেন। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বরিশাল গ্রামের সাইদুরের ছেলে তিনি। রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে কুষ্টিয়া চৌড়হাসমোড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন লোকমান।
এর আগে গত সোমবার দুপুরে ভেড়ামারার স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যারের সামনে থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে নিহত ব্যক্তির স্ত্রী গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভেড়ামারা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুলের গলির একটি তেল মিলের পাশের ড্রেন ও আবর্জনার স্তূপে বস্তাবন্দী মরদেহ দেখতে পান স্থানীয় দোকানদারেরা। পরে খবর পেয়ে সকাল ১০টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহত ব্যক্তির স্ত্রী স্বামীর মরদেহ শনাক্ত করেন। কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় ১৩ বছর ধরে বসবাস করছেন তিনি।
জিন্নাত আরা টুম্পা বলেন, ‘আমার স্বামী রক্সি পেইন্ট কোম্পানির টেরিটোরিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত সোমবার কোম্পানির প্রয়োজনীয় কাজ ও টাকা কালেকশন করতে বের হয়। দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা বাজারের স্কুল গলিতে অবস্থিত দর্পণ হার্ডওয়্যার থেকে সে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা থেকে লোকমানের মোবাইল নম্বর বন্ধ পাই। পরে দর্পণ হার্ডওয়্যারের মালিকের ছেলে মো. র্যাভেনকে ফোন করি। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সে এখান থেকে চলে গেছে।’
এদিকে সকাল থেকেই দর্পন হার্ডওয়্যারের দোকান বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে দর্পণ হার্ডওয়্যারের মালিক মো. দর্পনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। আজ স্কুল গলির ড্রেনের পাশ থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৬ দিন আগে