বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের অভয়াশ্রমে মাছ ধরা নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির নেতৃত্বে বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
আজ শুক্রবার শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা ফরেস্টার মো. জাহাঙ্গীর আলম বাদী আটজনকে আসামি করে থানায় মামলাটি করেন। পরে এজাহারভুক্ত আসামি মো. জসিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় মো. জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান, ফরেস্টার মতিউর রহমান ও স্পিড বোটের চালক সিরাজুল ইসলাম গুরুতর আহত হন।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের আলীবান্দা এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে খুড়িয়াখালী (শরণখোলা) বাজার নামক স্থানে শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ হাওলাদারের নেতৃত্বে ১০–১২ জন আমাদের পথরোধ করে। অভয়াশ্রমে মাছ ধরার অনুমতি দাবি করে এবং এসিএফ অন্যদের অভয়াশ্রমে মাছ ধরার সুযোগ দেয় বলে অভিযোগ করেন।
এ সময় অভয়াশ্রম মাছ ধরার অনুমতি দিতে না চাইলে তাঁরা বনরক্ষীদের ওপর হামলা চালান। এতে এসিএফ শেখ মাহাবুব হাসানসহ তিনজন গুরুতর আহত হন। নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’
তবে বন বিভাগের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এসিএফ মূলত টাকার বিনিময়ে অভয়াশ্রমে মাছ ধরার অনুমতি দিয়ে আসছেন। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার কাছে জানালে এসিএফ ক্ষিপ্ত হয়ে আমাদের একজনকে ধাক্কা মারেন। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও একজন আহত হয়েছে।’

সুন্দরবনের অভয়াশ্রমে মাছ ধরা নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির নেতৃত্বে বন কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
আজ শুক্রবার শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা ফরেস্টার মো. জাহাঙ্গীর আলম বাদী আটজনকে আসামি করে থানায় মামলাটি করেন। পরে এজাহারভুক্ত আসামি মো. জসিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় মো. জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান, ফরেস্টার মতিউর রহমান ও স্পিড বোটের চালক সিরাজুল ইসলাম গুরুতর আহত হন।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের আলীবান্দা এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে খুড়িয়াখালী (শরণখোলা) বাজার নামক স্থানে শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ হাওলাদারের নেতৃত্বে ১০–১২ জন আমাদের পথরোধ করে। অভয়াশ্রমে মাছ ধরার অনুমতি দাবি করে এবং এসিএফ অন্যদের অভয়াশ্রমে মাছ ধরার সুযোগ দেয় বলে অভিযোগ করেন।
এ সময় অভয়াশ্রম মাছ ধরার অনুমতি দিতে না চাইলে তাঁরা বনরক্ষীদের ওপর হামলা চালান। এতে এসিএফ শেখ মাহাবুব হাসানসহ তিনজন গুরুতর আহত হন। নুরুল করিম বলেন, ‘এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’
তবে বন বিভাগের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আসাদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এসিএফ মূলত টাকার বিনিময়ে অভয়াশ্রমে মাছ ধরার অনুমতি দিয়ে আসছেন। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার কাছে জানালে এসিএফ ক্ষিপ্ত হয়ে আমাদের একজনকে ধাক্কা মারেন। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদেরও একজন আহত হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে