Ajker Patrika

তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪ 

যশোর প্রতিনিধি
তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪ 

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি চাকু ও করাত জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার দোগাছিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ (২১), ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (১৯), খোলাডাঙ্গা গ্রামের শেখ মুজিবরের সন্তান তৃতীয় লিঙ্গের নাজমা (৩৫) ও মৃত লাল মিয়ার সন্তান সেলিম ওরফে সেলিনা। 

জানা যায়, গতকাল সকালে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলা যাচ্ছিলেন নিহত লাভলী। তিনি হালসা ব্রিজ থেকে একটু দূরে পৌঁছালে শাকিল পারভেজ ও মেহেদী হাসান তাঁদের ব্যবহৃত পিস্তল দিয়ে লাভলীকে গুলি করেন। পরে শাকিল কাছে থাকা বর্মিজ চাকু দিয়ে লাভলীর মুখমণ্ডলের বিভিন্ন স্থানে ও গলায় পোচ দিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। 

এ ঘটনায় ডিবির এসআই বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় ৫ জনের নাম উল্লেখসহ আরও ২ / ৩ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেন। 

আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। 

তাঁরা জানিয়েছেন, হিজড়া সম্প্রদায়কে পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা ও পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত