Ajker Patrika

ইবিতে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি
ইবিতে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দেওয়া অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার তদন্ত কমিটি গঠন করেছে। 

বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমান এই অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর অনুলিপি পাঠিয়ে দিয়েছি। একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

লিখিত অভিযোগে বলা হয়, “পরিচয়পর্ব শেখানোর নামে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। গত ২ সেপ্টেম্বর কয়েকজন সিনিয়র জিমনেশিয়ামের পেছনে নিয়ে পরিচয় কীভাবে দিতে হবে তা শেখানো শুরু করে। হাত-পা সোজা থাকতে হবে এ রকম নির্দেশ। কিন্তু আমার হাত একটু মুঠ করায় তারা বলে, ‘তোর কী আমাদের থাপড়াইতে ইচ্ছে করছে?”

লিখিত অভিযোগে আরও বলা হয়, “একদিন আবার সন্ধ্যায় সাদ্দাম হলের সামনে সবার দিকে তাকিয়ে সালাম দিতে না পারায় মিজানুর ইমন আমাকে বলেন, ‘তুই শুধু ওদের দিকে তাকিয়েই সালাম দিলি। আমাদের দিকে তাকালি না। এর মানে শুধু ওরাই তোর বড় ভাই আর আমরা তো চু..র ভাই।”

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, “পরদিন ৩ সেপ্টেম্বর বিভাগের ক্রিকেট খেলা ছিল বিকেলে। খেলার মাঠে যেতে আমার দেরি হয়। খেলা শেষে শুভ ও সাকিব ভাই আমাকে জিমনেশিয়ামের সামনে নিয়ে জিজ্ঞাসা করেন আসতে কেন দেরি করেছি। দেরি করার কারণে তারা মানসিক নির্যাতন শুরু করে। তাঁরা বলেন, ‘যদি আমাদের কথা না মানিস। তোকে ব্যাচ আউট করে দেওয়া হবে।”

নবীন শিক্ষার্থী র‍্যাগিং-কাণ্ডে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন, আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান ও সহকারী প্রক্টর মিথুন বৈরাগী। এ ছাড়া কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন উপ-রেজিস্ট্রার আলিবুদ্দিন খান। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর ইমন, শুভ, পুলক ও সাকিব। তাঁরা সবাই একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী।

এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনে অভিযোগের পর ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। যেহেতু প্রশাসনে অভিযোগ দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত