Ajker Patrika

মাগুরায় হাজতের রড ভেঙে পালাল আসামি, ২ পুলিশ সাময়িক বরখাস্ত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯: ৫৯
মাগুরায় হাজতের রড ভেঙে পালাল আসামি, ২ পুলিশ সাময়িক বরখাস্ত

মাগুরার মহম্মদপুর থানা হাজতের রড ভেঙে ছয় বছরের সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালাতক ওই আসামির নাম সোহেব মোল্লা (৩০)। গত রোববার রাতে সোহেবকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার দুপুরে থানা থেকে তিনি পালিয়ে যান। চুরির মামলায় তাঁর ছয় বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পালাতক ছিলেন। এ ঘটনায় মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোহেব মোল্লা উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন বলেন, দেড় বছর আগে চুরির মামলায় সোহেবের ছয় বছরের সশ্রম কারাদণ্ড হয়। সাজার পর থেকে তিনি পালাতক ছিলেন। তাঁকে গত রোববার রাতে গ্রেপ্তার করে মহম্মদপুর থানা হাজতে রাখা হয়। পরদিন সোমবার দুপুরে দেখা যায় হাজতখানার দুটি রড ভাঙা। ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শাহীন সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তালা খুলে তাঁরা দেখতে পান আসামি হাজতখানার ভেতরে নেই। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে চারদিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত