
বাইসাইকেল চুরি করে গ্রামের ভেতর দিয়ে পালাচ্ছিলেন এক যুবক। পথেই সাইকেলের মালিক তাঁকে দেখে ফেলেন। এরপর স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। তর্কাতর্কির একপর্যায়ে গণপিটুনি খাওয়ার পরিস্থিতি তৈরি হলে পকেট থেকে মোবাইল ফোন বের করে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন যুবক। দ্রুত পুলিশ চলে আসে। উপস্থিত বুদ্ধি খাটিয়ে প্রাণে বেঁচে যান চোর।
গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে। সাইকেল চোর নয়ন সরকার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, ৯৯৯–এ কল করে নয়ন বলেন, চার-পাঁচজন লোক আমার সাইকেল কেড়ে নিচ্ছে। আমি খুব বিপদে আছি। কল পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে নয়নকে উদ্ধার করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাইকেল চুরির কথা স্বীকার করেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ‘চার-পাঁচজন লোক সাইকেল কেড়ে নিচ্ছে দাবি করে ৯৯৯-এ কল করেছিলেন নয়ন সরকার। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি দর্শনা থানার বাসিন্দা আশাদুলের সাইকেল চুরি করেছেন বলে স্বীকার করেন।’
উপপরিদর্শক আরও বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি, নয়ন সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কোটচাঁদপুর থানার চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে, সাইকেলের মালিক আশাদুল কোনো মামলা না করায় নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হবে।’
জীবননগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘বাইসাইকেল চুরির ঘটনায় নয়নকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানার চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাইসাইকেল চুরি করে গ্রামের ভেতর দিয়ে পালাচ্ছিলেন এক যুবক। পথেই সাইকেলের মালিক তাঁকে দেখে ফেলেন। এরপর স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। তর্কাতর্কির একপর্যায়ে গণপিটুনি খাওয়ার পরিস্থিতি তৈরি হলে পকেট থেকে মোবাইল ফোন বের করে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন যুবক। দ্রুত পুলিশ চলে আসে। উপস্থিত বুদ্ধি খাটিয়ে প্রাণে বেঁচে যান চোর।
গতকাল বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে। সাইকেল চোর নয়ন সরকার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা বলেন, ৯৯৯–এ কল করে নয়ন বলেন, চার-পাঁচজন লোক আমার সাইকেল কেড়ে নিচ্ছে। আমি খুব বিপদে আছি। কল পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে নয়নকে উদ্ধার করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাইকেল চুরির কথা স্বীকার করেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ‘চার-পাঁচজন লোক সাইকেল কেড়ে নিচ্ছে দাবি করে ৯৯৯-এ কল করেছিলেন নয়ন সরকার। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি দর্শনা থানার বাসিন্দা আশাদুলের সাইকেল চুরি করেছেন বলে স্বীকার করেন।’
উপপরিদর্শক আরও বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি, নয়ন সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কোটচাঁদপুর থানার চারটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে, সাইকেলের মালিক আশাদুল কোনো মামলা না করায় নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হবে।’
জীবননগর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘বাইসাইকেল চুরির ঘটনায় নয়নকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানার চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই নয়নকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে