নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি 'আতা ভাই' হিসেবে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা মিতুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর। বুধবার রাতে শরীর বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের সঙ্গে আতাউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। ক্লাবটির দীর্ঘ ২২ বছরের শিরোপা-খরা চলাকালেও একমুহূর্তের জন্য দল ছেড়ে যাননি এই একনিষ্ঠ সমর্থক। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে মোহামেডানের প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি ছিল অবধারিত। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে তরুণদের মতোই উচ্চকণ্ঠে চিৎকার করতেন তিনি।
শুধু ফুটবল নয়, সাদা-কালো শিবিরের হকি কিংবা ক্রিকেট—সব জায়গাতেই ছিল তাঁর সরব উপস্থিতি। খেলার দিন স্টেডিয়ামে আর অন্য দিনগুলোতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণেই কাটত তাঁর জীবনের অধিকাংশ সময়।
কয়েক বছর ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় খেলা ঢাকার বাইরে চলে যায়। বার্ধক্যের কারণে ঘরবন্দী হয়ে পড়েন আতাউর। তবে মাঠে যেতে না পারলেও ক্লাবের প্রতি টান কমেনি একটুও; নিয়মিত খবর রাখতেন দলের। ভক্ত-সমর্থকেরাও মাঝেমধ্যে তাঁর বাসায় গিয়ে তাঁকে দেখে আসতেন।
আতাউরের মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন এবং মোহামেডান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তঃপ্রাণ সমর্থক মোহাম্মদ আতাউর রহমান আর নেই। ক্রীড়াঙ্গনে যাঁর পরিচিতি 'আতা ভাই' হিসেবে। গতকাল রাত ১১টায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা মিতুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর। বুধবার রাতে শরীর বেশি খারাপ হলে তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইতিহাসের সঙ্গে আতাউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। ক্লাবটির দীর্ঘ ২২ বছরের শিরোপা-খরা চলাকালেও একমুহূর্তের জন্য দল ছেড়ে যাননি এই একনিষ্ঠ সমর্থক। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে মোহামেডানের প্রতিটি ম্যাচে তাঁর উপস্থিতি ছিল অবধারিত। বয়সের ভারে নুয়ে পড়লেও প্রিয় দলের সমর্থনে গ্যালারিতে তরুণদের মতোই উচ্চকণ্ঠে চিৎকার করতেন তিনি।
শুধু ফুটবল নয়, সাদা-কালো শিবিরের হকি কিংবা ক্রিকেট—সব জায়গাতেই ছিল তাঁর সরব উপস্থিতি। খেলার দিন স্টেডিয়ামে আর অন্য দিনগুলোতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণেই কাটত তাঁর জীবনের অধিকাংশ সময়।
কয়েক বছর ধরে স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় খেলা ঢাকার বাইরে চলে যায়। বার্ধক্যের কারণে ঘরবন্দী হয়ে পড়েন আতাউর। তবে মাঠে যেতে না পারলেও ক্লাবের প্রতি টান কমেনি একটুও; নিয়মিত খবর রাখতেন দলের। ভক্ত-সমর্থকেরাও মাঝেমধ্যে তাঁর বাসায় গিয়ে তাঁকে দেখে আসতেন।
আতাউরের মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গন এবং মোহামেডান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর টিকাটুলি মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে