Ajker Patrika

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

আজকের পত্রিকা ডেস্ক­
স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক
গত রোববার স্পেনের আদামুজে দুটি উচ্চগতিসম্পন্ন ট্রেনের সংঘর্ষে ৪২ জনের মৃত্যু হয়। ছবি: রয়টার্সের সৌজন্যে

স্পেনের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে ভয়াবহ তিনটি ট্রেন দুর্ঘটনার পর ফুঁসে উঠেছেন রেলকর্মীরা। গত রোববার আদামুজে দুটি উচ্চগতিসম্পন্ন ট্রেনের সংঘর্ষে ৪২ জনের প্রাণহানির পর গতকাল মঙ্গলবার বার্সেলোনার কাছে ভূমিধসে আরও এক চালকের মৃত্যু হয়েছে। এই ধারাবাহিক ট্র্যাজেডির পর দেশটির ট্রেনচালকদের ইউনিয়ন সেমাফ (এসইএমএএফ) আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেনের শেষ দিকের বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ৪২ জন নিহত হন, যাঁদের মধ্যে একজন চালকও ছিলেন। এরপর গতকাল বার্সেলোনায় প্রবল বৃষ্টির কারণে একটি সীমানাপ্রাচীর ধসে রেললাইনের ওপর পড়লে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ২৭ বছর বয়সী এক শিক্ষানবিশ চালক নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ওই দিন বার্সেলোনার একই অঞ্চলে লাইনে পাথর পড়ে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়, তবে এতে কেউ হতাহত হননি।

দেশটির ট্রেনচালকদের ইউনিয়ন সেমাফ দাবি করেছে, তারা গত আগস্টেই রেল অবকাঠামো রক্ষণাবেক্ষণকারী সংস্থা এডিআইএফকে সতর্ক করেছিল। সেমাফের অভিযোগ, রেললাইনে গর্ত, ঢিবি ও ওভারহেড বিদ্যুৎ লাইনের ভারসাম্যহীনতার কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। আদামুজে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল।

পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে চালকদের এই ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, সাম্প্রতিক তিনটি দুর্ঘটনার মধ্যে দুটি ছিল বৈরী আবহাওয়ার ফল, যার সঙ্গে অবকাঠামোর কোনো সম্পর্ক নেই। তবে তিনি চালকদের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর থেকে স্পেনের রেলযোগাযোগে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কাতালোনিয়ার আঞ্চলিক ট্রেন সার্ভিস বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এমনকি রেলের প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরাদিয়াকেও বাস ব্যবহার করে মাদ্রিদে ফিরতে দেখা গেছে।

২০১৩ সালের সান্তিয়াগো ডি কম্পোস্টেলা দুর্ঘটনার পর এটিই স্পেনের সবচেয়ে বড় রেল ট্র্যাজেডি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। অন্যদিকে, ধর্মঘটের ফলে স্পেনের যাতায়াতব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত