টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী সেই কিশোরী মা হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেয়। হাসপাতালের গাইনি চিকিৎসক মালেকা সফি ওই কিশোরীর সিজারিয়ান অপারেশন করেন।
গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
ব্যুরো হাসপাতালের কর্মকর্তা তুহিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন আগে ওই কিশোরী ব্যুরো হাসপাতালে ভর্তি হয়। সে সাধারণ রোগীদের মতোই আমাদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা গ্রহণ করছে।’
এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা ওই কিশোরী পুত্রসন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে কিশোরীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন।
আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ওই দিন রাতে বড় মনির অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই আছেন বলে জানা গেছে।
গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল বোর্ড ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বা প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি বলে জানিয়েছিলেন। এ ছাড়া ওই কিশোরী ৬ এপ্রিল ২২ ধারায় জবানবন্দি দিয়েছিল আদালতে।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী সেই কিশোরী মা হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কিশোরী একটি পুত্রসন্তানের জন্ম দেয়। হাসপাতালের গাইনি চিকিৎসক মালেকা সফি ওই কিশোরীর সিজারিয়ান অপারেশন করেন।
গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
ব্যুরো হাসপাতালের কর্মকর্তা তুহিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিন আগে ওই কিশোরী ব্যুরো হাসপাতালে ভর্তি হয়। সে সাধারণ রোগীদের মতোই আমাদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা গ্রহণ করছে।’
এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা ওই কিশোরী পুত্রসন্তান হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে কিশোরীর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন।
আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ওই দিন রাতে বড় মনির অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই আছেন বলে জানা গেছে।
গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল বোর্ড ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বা প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি বলে জানিয়েছিলেন। এ ছাড়া ওই কিশোরী ৬ এপ্রিল ২২ ধারায় জবানবন্দি দিয়েছিল আদালতে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে