নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে সাবেক স্বামীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম মিম (২১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার খোকসাবাড়ী গ্রামের মোংলা সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে বছর তিনেক আগে মিম নাটোরের নাঈম (২৫) নামে এক ছেলেকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে বছর দেড়েক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মিম কাইচাবাড়ী এলাকার গফুর মণ্ডলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কক্ষে থাকতেন আরেক পোশাককর্মী নাতাশা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাতাশা বলেন, ‘কিছুদিন ধরে নাঈম মাঝেমধ্যে তাঁদের বাসায় আসতেন এবং মিমকে আবার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু মিম তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। নাঈমের চাপে মিম সম্প্রতি বিয়েতে সম্মত হলেও পরিবারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু নাঈম তা মানতে চাইছিলেন না।’
নাতাশা আরও বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাঈম বাসায় আসেন। বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় নাঈম ঘরে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাকে বের করে দেন। আমি ঘর থেকে বের হওয়ার পরপরই সম্ভবত ওই ছুরি দিয়েই মিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে নাঈম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।’
মিমের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘নাঈম মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। নাঈম আবার আমার বোনকে বিয়ে করার জন্য মাঝেমধ্যেই তাকে উত্ত্যক্ত করত। এর জের ধরেই আজ আমার বোনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘মিমের সাবেক স্বামী নাঈম তাঁকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তবে কেন হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটল, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকার আশুলিয়ায় এক নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে সাবেক স্বামীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মীর নাম মিম (২১)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার খোকসাবাড়ী গ্রামের মোংলা সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে বছর তিনেক আগে মিম নাটোরের নাঈম (২৫) নামে এক ছেলেকে বিয়ে করেন। পারিবারিক কলহের কারণে বছর দেড়েক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মিম কাইচাবাড়ী এলাকার গফুর মণ্ডলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কক্ষে থাকতেন আরেক পোশাককর্মী নাতাশা।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাতাশা বলেন, ‘কিছুদিন ধরে নাঈম মাঝেমধ্যে তাঁদের বাসায় আসতেন এবং মিমকে আবার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু মিম তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। নাঈমের চাপে মিম সম্প্রতি বিয়েতে সম্মত হলেও পরিবারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু নাঈম তা মানতে চাইছিলেন না।’
নাতাশা আরও বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাঈম বাসায় আসেন। বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাঈম উত্তেজিত হয়ে পড়েন। এ সময় নাঈম ঘরে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাকে বের করে দেন। আমি ঘর থেকে বের হওয়ার পরপরই সম্ভবত ওই ছুরি দিয়েই মিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মিমের চিৎকারে লোকজন এগিয়ে এলে নাঈম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তাঁদের লাশ উদ্ধার করে।’
মিমের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘নাঈম মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাঁর বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। নাঈম আবার আমার বোনকে বিয়ে করার জন্য মাঝেমধ্যেই তাকে উত্ত্যক্ত করত। এর জের ধরেই আজ আমার বোনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘মিমের সাবেক স্বামী নাঈম তাঁকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। তবে কেন হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটল, তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে