ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত আলমগীর হোসেন (৩২) ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আব্দুল খান।
আব্দুল খান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফ গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় নয়ন খান। তিনি বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। রাজমিস্ত্রির কাজ করতেন আলমগীর। সেখানে স্ত্রী মিতু বেগম ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বউবাজার বরফ গলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নিহত আলমগীরের স্ত্রী মিতু বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড় শিকদার গ্রামে। আলমগীরের বাবার নাম আতশ আলী। বউবাজার আদর্শ গলিতে দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তাঁরা। মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তিনি। আর আলমগীর রাজ মিস্ত্রির কাজ করতেন। আবার কখনো কখনো অটো গাড়ি চালাতেন। সন্ধ্যায় তিনি জানতে পারেন কে বা কারা তাঁর স্বামীকে কুপিয়েছেন।
আলমগীরের বন্ধু রবিউল ইসলাম মুন্না বলেন, আলমগীর রাজমিস্ত্রির পাশাপাশি রামপুরা থানা-পুলিশের সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী লিমন (২৮) নামের একজনকে পুলিশে ধরিয়ে দেন তিনি। লিমন গত পরশুদিন জেল থেকে ছাড়া পায়। সেই জেরে লিমন আলমগীরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি লিমন নামে একজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছিলেন বলে জেনেছি। সেই লিমন জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যাচেষ্টা করেছেন। লিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত আলমগীর হোসেন (৩২) ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত আলমগীর পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আব্দুল খান।
আব্দুল খান বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফ গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় নয়ন খান। তিনি বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। রাজমিস্ত্রির কাজ করতেন আলমগীর। সেখানে স্ত্রী মিতু বেগম ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বউবাজার বরফ গলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
নিহত আলমগীরের স্ত্রী মিতু বেগম জানান, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড় শিকদার গ্রামে। আলমগীরের বাবার নাম আতশ আলী। বউবাজার আদর্শ গলিতে দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তাঁরা। মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তিনি। আর আলমগীর রাজ মিস্ত্রির কাজ করতেন। আবার কখনো কখনো অটো গাড়ি চালাতেন। সন্ধ্যায় তিনি জানতে পারেন কে বা কারা তাঁর স্বামীকে কুপিয়েছেন।
আলমগীরের বন্ধু রবিউল ইসলাম মুন্না বলেন, আলমগীর রাজমিস্ত্রির পাশাপাশি রামপুরা থানা-পুলিশের সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী লিমন (২৮) নামের একজনকে পুলিশে ধরিয়ে দেন তিনি। লিমন গত পরশুদিন জেল থেকে ছাড়া পায়। সেই জেরে লিমন আলমগীরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি লিমন নামে একজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছিলেন বলে জেনেছি। সেই লিমন জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যাচেষ্টা করেছেন। লিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫