সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে রিকশা–অটোরিকশা থামিয়ে চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক। হঠাৎ পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চাঁদার টাকা। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আজ রোববার সকালে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা থানার মো. সুমন মিয়া (৩৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মো. সাগর খান (২৭)। তাঁরা আশুলিয়ার নরসিংহপুর ও গোমাইল এলাকায় ভাড়া বাসায় বাস করে আসছিলেন।
এ ঘটনায় পলাতক আরও দুই সহযোগী হলেন–মো. ছাগির ও নুরুল দেওয়ান। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির মোট ২ হাজার ২০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নরসিংহপুর এলাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করতেন। রিকশা প্রতি তাঁরা ৬০–৮০ টাকা করে চাঁদা আদায় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলেই পুলিশ দেখে দৌড় দিয়েছিলেন চাঁদা আদায়কারীরা। পরে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। চাঁদাবাজির যেকোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে নরসিংহপুর থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে রিকশা–অটোরিকশা থামিয়ে চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক। হঠাৎ পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চাঁদার টাকা। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আজ রোববার সকালে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা থানার মো. সুমন মিয়া (৩৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মো. সাগর খান (২৭)। তাঁরা আশুলিয়ার নরসিংহপুর ও গোমাইল এলাকায় ভাড়া বাসায় বাস করে আসছিলেন।
এ ঘটনায় পলাতক আরও দুই সহযোগী হলেন–মো. ছাগির ও নুরুল দেওয়ান। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির মোট ২ হাজার ২০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নরসিংহপুর এলাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করতেন। রিকশা প্রতি তাঁরা ৬০–৮০ টাকা করে চাঁদা আদায় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলেই পুলিশ দেখে দৌড় দিয়েছিলেন চাঁদা আদায়কারীরা। পরে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। চাঁদাবাজির যেকোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে নরসিংহপুর থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৫ দিন আগে