
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিমানবন্দর গোলচত্বর থেকে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আব্দুর রহমানকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। ভুক্তভোগী আব্দুর রহমান বিমানবন্দরের কার্গো ভিলেজ ক্লিনার সুপারভাইজার হিসেবে কর্মরত।
দক্ষিণখানের আশকোনা উচারটেক এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে অপহৃত আব্দুর রহমানকে উদ্ধার এবং অপহরণে জড়িত নারীসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব-১।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখানের পূর্ব গাওয়াইর কলিল বক্স রোডের হুমায়ন কবীরের ছেলে ইকবাল মাহবুব শুভ (২৮), হুমায়নের স্ত্রী শিউলি আক্তার (৪০), কুমিল্লার বরুড়া উপজেলার ছোট তুলাগাঁও গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আবুল হাশেম (৪৯) ও সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে হাবিব সরকার (৫৫)। তাঁরা সবাই বর্তমানে রাজধানীর দক্ষিণখানে বসবাস করেন।
এ বিষয়ে র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান বলেন, গত মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় অফিসে যান আব্দুর রহমান। পরে সন্ধ্যায় আব্দুর রহমান অপহরণকারীদের ফোন নম্বর থেকে তাঁর স্ত্রীকে কল করে জানান, বিমানবন্দর গোলচত্বরে গাড়ির জন্য অপেক্ষা করার সময় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে দক্ষিণখানের আশকোনা উচারটেকের একটি বাড়িতে রাখা হয়েছে। তাঁর মুক্তির জন্য ৫০ হাজার টাকা দিতে হবে।
কিছুক্ষণ পর আসামিরা ফের ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে রহমানকে মারধর করে তাঁর কান্নার আওয়াজ শোনান অপহরণকারীরা। পরে উপায় না পেয়ে লাকি অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে মোট ৭০ হাজার টাকা দেন। তারপর বাকি টাকার জন্য ফের ভুক্তভোগীকে নির্যাতন করতে থাকেন আসামিরা। এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় অপহরণ মামলা করেন।
র্যাব কর্মকর্তা রাকিব হাসান বলেন, অপহরণের ঘটনার পর থেকে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের আশকোনা উচারটেক এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৬ দিন আগে