নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরকান্দা থানা এলাকার কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে ওই দোকানে আনা হয়। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়। গোপনে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরকান্দা থানার উপপরিদর্শক সেলিম মোল্লা ও সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম ফোর্সসহ দোকানটিতে অভিযান চালান। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামনগর ইউনিয়নের উত্তর গুপীনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।
ওসি জানান, আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে শুক্রবার রাতে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে প্রযুক্তির মাধ্যমে আমাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সমস্যা হয়।’

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরকান্দা থানা এলাকার কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে ওই দোকানে আনা হয়। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়। গোপনে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরকান্দা থানার উপপরিদর্শক সেলিম মোল্লা ও সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম ফোর্সসহ দোকানটিতে অভিযান চালান। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রামনগর ইউনিয়নের উত্তর গুপীনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।
ওসি জানান, আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে শুক্রবার রাতে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে প্রযুক্তির মাধ্যমে আমাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সমস্যা হয়।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে