নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার কাকরাইলে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে গুলশান থানায় সোপর্দ করে। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নির্দেশে এজাহার নামীয় আসামিরা ভ্যানচালক জব্বার আলীর উদ্দেশ্যে গুলি করে। সাক্ষ্য প্রমাণে জানা গেছে, সিদ্দিকুর রহমান সিদ্দিকও জব্বারকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। কে বা কার হুকুমে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে মামলার বাদীকে আহত করেছিল, কে বা কার হুকুমে মামলার বাদী আহত হওয়ার পরেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছিল, মামলার এজাহারে উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা ও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার কাকরাইলে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে গুলশান থানায় সোপর্দ করে। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নির্দেশে এজাহার নামীয় আসামিরা ভ্যানচালক জব্বার আলীর উদ্দেশ্যে গুলি করে। সাক্ষ্য প্রমাণে জানা গেছে, সিদ্দিকুর রহমান সিদ্দিকও জব্বারকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। কে বা কার হুকুমে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে মামলার বাদীকে আহত করেছিল, কে বা কার হুকুমে মামলার বাদী আহত হওয়ার পরেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছিল, মামলার এজাহারে উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা ও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে