Ajker Patrika

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার কাকরাইলে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। পরে রমনা থানা-পুলিশ তাঁকে গুলশান থানায় সোপর্দ করে। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নির্দেশে এজাহার নামীয় আসামিরা ভ্যানচালক জব্বার আলীর উদ্দেশ্যে গুলি করে। সাক্ষ্য প্রমাণে জানা গেছে, সিদ্দিকুর রহমান সিদ্দিকও জব্বারকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। কে বা কার হুকুমে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে মামলার বাদীকে আহত করেছিল, কে বা কার হুকুমে মামলার বাদী আহত হওয়ার পরেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছিল, মামলার এজাহারে উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা ও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত