মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এজলাস চলাকালে জালাল হোসেন (৩৫) নামে এক বহিরাগত ব্যক্তির ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জালাল ও তাঁর স্ত্রী রীনা বেগমকে (৩০) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক জামাল উদ্দিন।
আহত পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শী ও আদালতের স্টেনোগ্রাফার নাজমুল হোসেন বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের এজলাসে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। এ সময় জালাল নামে ওই ব্যক্তি এজলাস কক্ষের ভেতরে ঢুকে ওই পুলিশ কনস্টেবলকে জাপটে ধরেন। পরে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে যে, “আমি জবানবন্দি দিতে চাই”। কিন্তু তিনি ওই মামলার সঙ্গে জড়িত নন। এ সময় উপস্থিত কয়েকজন তাঁকে ধরতে গেলে জালাল তাঁর হাতে থাকা ব্লেড দিয়ে ওই পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে পুলিশ কনস্টেবল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে অন্য পুলিশ সদস্যরা আদালতের এজলাস থেকে জালালকে আটক করেন।’
আহতের বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম বলেন, আজ দুপুর আড়াইটার দিকে কোর্ট থেকে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, ওই বহিরাগত জালাল ও তাঁর স্ত্রী রীনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এজলাস চলাকালে জালাল হোসেন (৩৫) নামে এক বহিরাগত ব্যক্তির ব্লেডের আঘাতে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জালাল ও তাঁর স্ত্রী রীনা বেগমকে (৩০) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক জামাল উদ্দিন।
আহত পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শী ও আদালতের স্টেনোগ্রাফার নাজমুল হোসেন বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের এজলাসে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। এ সময় জালাল নামে ওই ব্যক্তি এজলাস কক্ষের ভেতরে ঢুকে ওই পুলিশ কনস্টেবলকে জাপটে ধরেন। পরে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে যে, “আমি জবানবন্দি দিতে চাই”। কিন্তু তিনি ওই মামলার সঙ্গে জড়িত নন। এ সময় উপস্থিত কয়েকজন তাঁকে ধরতে গেলে জালাল তাঁর হাতে থাকা ব্লেড দিয়ে ওই পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে পুলিশ কনস্টেবল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে অন্য পুলিশ সদস্যরা আদালতের এজলাস থেকে জালালকে আটক করেন।’
আহতের বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম বলেন, আজ দুপুর আড়াইটার দিকে কোর্ট থেকে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে, ওই বহিরাগত জালাল ও তাঁর স্ত্রী রীনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে