Ajker Patrika

স্ত্রী পরকীয়া করেন, এমন সন্দেহে তাঁকে হত্যা করা হয়: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রী পরকীয়া করেন, এমন সন্দেহে তাঁকে হত্যা করা হয়: র‍্যাব

পরকীয়ার সন্দেহের জেরেই স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রেখেছিলেন হাবুল বেপারী (৩৮)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে এ কথা জানিয়েছেন হাবুল। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব–১।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, নিহত রাবেয়া বেগম (৩৮) এনজিও কর্মী ছিলেন। স্ত্রীর প্রতি ক্ষোভ ও পরকীয়ার সন্দেহে তাঁকে হত্যার পরিকল্পনা করেন স্বামী হাবুল। হাবুল তাঁর দুলাভাই সূর্য মোল্লাকে নিয়ে হত্যার পরিকল্পনার করেন। সূর্য মোল্লার রাবেয়ার প্রতি আগে থেকেই ক্ষোভ ছিল। পাশাপাশি রাবেয়ার কাছ থেকে নেওয়া টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে হত্যায় সহযোগিতা করেন সূর্য।

তিনি বলেন, গত ১৩ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় ঘরের পেছনে সেপটিক ট্যাংক থেকে রাবেয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাবেয়ার ভাই বাদী হয়ে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে র‍্যাবকে জানিয়েছেন, ৭ বছর আগে রাবেয়ার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়া বাবার বাড়িতে থাকতেন। গত কয়েক মাস ধরেই তাঁর স্ত্রীর প্রতি ক্ষোভ ছিল। রাবেয়ার পরকীয়ার ব্যাপারে সন্দেহ করতেন তিনি। এ ছাড়া তাঁর স্থায়ী কোনো কাজ নেই। তিনি মাঝে মাঝে ফার্নিচার দোকানে রং মিস্ত্রির কাজ করেন। স্ত্রীর তুলনায় আয় কম ছিল তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ