প্রতিনিধি

গাজীপুর: গাজীপুর থেকে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষ একটি খামার থেকে উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই খামার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এর আগে সকালেই কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিএমপি তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।
পুলিশ সুপার জানান, গতকাল সোমবার ভোরের দিকে রাজশাহী সিটিহাট এলাকা থেকে মনির হোসেন নামে এক ব্যবসায়ী ট্রাকে করে ১৬টি গরু ও দুটি মহিষ মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে সাত-আট জন ডাকাত ট্রাকের সামনে দাঁড়ায় এবং ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের মারধর করে। পরে হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে গরু-মহিষ বোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়।
পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্সের তথ্যের ভিত্তিতে দিয়াবাড়িতে আবুল কাশেমের গরুর খামারে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইয়ের ১৫টি গরু ও দুটি মহিষ উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ১৬টি গরুর মধ্যে একটি মারা গেছে। এ সময় ওই খামারের মালিক আবুল কাসেম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি ও ডাকাতি রোধে জেলায় সড়ক-মহাসড়কগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। গাজীপুর জেলার সঙ্গে যুক্ত অন্য জেলাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া যেসব খামারি চোরাই ও ডাকাতি করা গরু কিনে থাকেন তাদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন।

গাজীপুর: গাজীপুর থেকে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষ একটি খামার থেকে উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই খামার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এর আগে সকালেই কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিএমপি তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।
পুলিশ সুপার জানান, গতকাল সোমবার ভোরের দিকে রাজশাহী সিটিহাট এলাকা থেকে মনির হোসেন নামে এক ব্যবসায়ী ট্রাকে করে ১৬টি গরু ও দুটি মহিষ মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে সাত-আট জন ডাকাত ট্রাকের সামনে দাঁড়ায় এবং ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের মারধর করে। পরে হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে গরু-মহিষ বোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়।
পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্সের তথ্যের ভিত্তিতে দিয়াবাড়িতে আবুল কাশেমের গরুর খামারে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইয়ের ১৫টি গরু ও দুটি মহিষ উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ১৬টি গরুর মধ্যে একটি মারা গেছে। এ সময় ওই খামারের মালিক আবুল কাসেম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি ও ডাকাতি রোধে জেলায় সড়ক-মহাসড়কগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। গাজীপুর জেলার সঙ্গে যুক্ত অন্য জেলাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া যেসব খামারি চোরাই ও ডাকাতি করা গরু কিনে থাকেন তাদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে