নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি হত্যা মামলার তদন্ত মাত্র ১০ ঘণ্টায় সম্পন্ন হয়েছে। এটা কেবল সিনেমায় সম্ভব—এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তদন্ত সম্পন্ন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এটা কী করে সম্ভব? এটাতো সিনেমা বা সুপারম্যান ছাড়া কারও পক্ষে সম্ভব না!
আজ মঙ্গলবার মানিকগঞ্জের আলোচিত রুবেল হত্যা মামলার তদন্ত নিয়ে শুনানিতে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এসব কথা বলেন। পরে লিখিতভাবে দুই পক্ষের বক্তব্য উপস্থাপন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘রকিব নামে এক পুলিশ সদস্য বলেছেন, বাদীর কাছে ২৪ তারিখ বিকেল ৩টায় লাশ হস্তান্তর করেছেন। অন্যদিকে বাদী তাঁর জবানবন্দিতে বলছেন, ২৫ তারিখ সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের মর্গ থেকে লাশ গ্রহণ করে আজিমপুর কবরস্থানে দুপুরে দাফন করেছেন। আমাদের বক্তব্য হলো, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা প্রথম তদন্তকারীকে বাঁচাতে চেষ্টা করছেন।’
শিশির মনির বলেন, ‘মামলার এফআইআর কে টাইপ করেছেন, কোথা থেকে করেছেন—ইত্যাদি তদন্ত করা দরকার ছিল। সেটি দ্বিতীয় তদন্তকারী করেননি। আর ওই একই জায়গায় এর আগেও তিনটা মার্ডার হয়েছে। সেই মর্মেও তাঁরা কোনো তদন্ত করেননি। ১৬১ ধারায় জবানবন্দিতে প্রথম তদন্তকারী কর্মকর্তা বলেছেন, তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হননি। আবার বলছেন, তিনি হাজির হয়ে চলে গেছেন। এর ফলে পুরো বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দাবি হচ্ছে, সঠিক বিষয়টি উদ্ঘাটন হোক।’ প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত চাইবেন বলেও জানান তিনি।
এর আগে ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে গত ২ মার্চ একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে আসামি সোহেল ও বাদী চম্পা আক্তার ৫ মার্চ হাইকোর্টে আবেদন করেন। সোহেল ও চম্পা সম্পর্কে খালাতো ভাই-বোন। আর নিহত রুবেল সোহেলের ভগ্নিপতি।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল হাইকোর্ট পুলিশ সুপারের (এসপি) নিচে নন—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এমন একজন কর্মকর্তা দিয়ে মামলাটি অধিকতর তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই প্রতিবেদন দেয় পিবিআই।
তবে তদন্তে কিছু অসংগতি খুঁজে পেয়ে অধিকতর তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ প্রতিবেদন দাখিল করা হয়।

একটি হত্যা মামলার তদন্ত মাত্র ১০ ঘণ্টায় সম্পন্ন হয়েছে। এটা কেবল সিনেমায় সম্ভব—এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তদন্ত সম্পন্ন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। এটা কী করে সম্ভব? এটাতো সিনেমা বা সুপারম্যান ছাড়া কারও পক্ষে সম্ভব না!
আজ মঙ্গলবার মানিকগঞ্জের আলোচিত রুবেল হত্যা মামলার তদন্ত নিয়ে শুনানিতে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এসব কথা বলেন। পরে লিখিতভাবে দুই পক্ষের বক্তব্য উপস্থাপন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ১ আগস্ট দিন ধার্য করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘রকিব নামে এক পুলিশ সদস্য বলেছেন, বাদীর কাছে ২৪ তারিখ বিকেল ৩টায় লাশ হস্তান্তর করেছেন। অন্যদিকে বাদী তাঁর জবানবন্দিতে বলছেন, ২৫ তারিখ সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের মর্গ থেকে লাশ গ্রহণ করে আজিমপুর কবরস্থানে দুপুরে দাফন করেছেন। আমাদের বক্তব্য হলো, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা প্রথম তদন্তকারীকে বাঁচাতে চেষ্টা করছেন।’
শিশির মনির বলেন, ‘মামলার এফআইআর কে টাইপ করেছেন, কোথা থেকে করেছেন—ইত্যাদি তদন্ত করা দরকার ছিল। সেটি দ্বিতীয় তদন্তকারী করেননি। আর ওই একই জায়গায় এর আগেও তিনটা মার্ডার হয়েছে। সেই মর্মেও তাঁরা কোনো তদন্ত করেননি। ১৬১ ধারায় জবানবন্দিতে প্রথম তদন্তকারী কর্মকর্তা বলেছেন, তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হননি। আবার বলছেন, তিনি হাজির হয়ে চলে গেছেন। এর ফলে পুরো বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দাবি হচ্ছে, সঠিক বিষয়টি উদ্ঘাটন হোক।’ প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত চাইবেন বলেও জানান তিনি।
এর আগে ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে গত ২ মার্চ একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে আসামি সোহেল ও বাদী চম্পা আক্তার ৫ মার্চ হাইকোর্টে আবেদন করেন। সোহেল ও চম্পা সম্পর্কে খালাতো ভাই-বোন। আর নিহত রুবেল সোহেলের ভগ্নিপতি।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল হাইকোর্ট পুলিশ সুপারের (এসপি) নিচে নন—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এমন একজন কর্মকর্তা দিয়ে মামলাটি অধিকতর তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই প্রতিবেদন দেয় পিবিআই।
তবে তদন্তে কিছু অসংগতি খুঁজে পেয়ে অধিকতর তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ প্রতিবেদন দাখিল করা হয়।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে