মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে রোগীর স্বামীর ধারালো বটির কোপে আহত হয়েছেন একটি প্রাইভেট ক্লিনিকের রিসেপশনিস্ট। গুরুতর আহত অবস্থায় রিসেপশনিস্ট সাইদুর রহমানকে (৩০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেট এলাকায় শাপলা ক্লিনিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে পৌরসভার বান্দুটিয়া এলাকার বাসিন্দা উল্লাস তাঁর গর্ভবতী স্ত্রীকে শাপলা মেডিকেল ক্লিনিকে ভর্তি করেন। আজ দুপর ১২টার দিকে উল্লাসের শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে দেখতে ক্লিনিকে আসলে উল্লাসের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে উচ্চ শব্দ শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে আসেন। তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন উল্লাস। উল্লাসের বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উল্লাস ঘটনাস্থল থেকে চলে যান।
এর ঘণ্টাখানেক পর উল্লাস ও তাঁর এক বন্ধু ব্যাগের ভেতর ধারালো বটি নিয়ে শাপলা ক্লিনিকে ঢুকে বটি বের করে রিসেপশনিস্ট সাইদুর রহমানকে (৩০) অতর্কিত কোপাতে থাকেন। এ সময় সাইদুরের সহকর্মীরা এগিয়ে আসলে তাঁদের ভয় দেখিয়ে সটকে পড়েন। উল্লাসের প্রায় ৩০ মিনিটের হামলায় সাইদুরের মাথা এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
উল্লাসের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত উল্লাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রায় এক বছর আগে পাশের এলাকার এক মেয়ের সঙ্গে প্রেম হয়। এ নিয়ে দুই পরিবারের অমতে বিয়ে করেন তিনি। এরপর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতির রেশ এখনো কাটেনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে উল্লাস ও তাঁর বন্ধু পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য উল্লাসের বড় ভাই উৎসব এবং তাঁর বাবা ফালাককে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে রোগীর স্বামীর ধারালো বটির কোপে আহত হয়েছেন একটি প্রাইভেট ক্লিনিকের রিসেপশনিস্ট। গুরুতর আহত অবস্থায় রিসেপশনিস্ট সাইদুর রহমানকে (৩০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেট এলাকায় শাপলা ক্লিনিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে পৌরসভার বান্দুটিয়া এলাকার বাসিন্দা উল্লাস তাঁর গর্ভবতী স্ত্রীকে শাপলা মেডিকেল ক্লিনিকে ভর্তি করেন। আজ দুপর ১২টার দিকে উল্লাসের শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে দেখতে ক্লিনিকে আসলে উল্লাসের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে উচ্চ শব্দ শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে আসেন। তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন উল্লাস। উল্লাসের বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উল্লাস ঘটনাস্থল থেকে চলে যান।
এর ঘণ্টাখানেক পর উল্লাস ও তাঁর এক বন্ধু ব্যাগের ভেতর ধারালো বটি নিয়ে শাপলা ক্লিনিকে ঢুকে বটি বের করে রিসেপশনিস্ট সাইদুর রহমানকে (৩০) অতর্কিত কোপাতে থাকেন। এ সময় সাইদুরের সহকর্মীরা এগিয়ে আসলে তাঁদের ভয় দেখিয়ে সটকে পড়েন। উল্লাসের প্রায় ৩০ মিনিটের হামলায় সাইদুরের মাথা এবং হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
উল্লাসের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত উল্লাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রায় এক বছর আগে পাশের এলাকার এক মেয়ের সঙ্গে প্রেম হয়। এ নিয়ে দুই পরিবারের অমতে বিয়ে করেন তিনি। এরপর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতির রেশ এখনো কাটেনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে উল্লাস ও তাঁর বন্ধু পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য উল্লাসের বড় ভাই উৎসব এবং তাঁর বাবা ফালাককে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে